বাংলাহান্ট ডেস্ক : সংবিধান এবং আদালতের রায়ের পরিপন্থী বলে উল্লেখ করে ফেরত পাঠানো হল ‘অপরাজিতা বিল’ (Aparajita Bill)। গত বছর বিধানসভায় পাশ হয়েছিল অপরাজিতা বিল। তারপর তা পাঠানো হয় রাজভবনে। সেখান থেকে তা গিয়েছিল রাষ্ট্রপতির অনুমোদনের জন্য। তবে এবার রাজ্যপাল সি ভি আনন্দ বোস দাবি করলেন, ওই বিল সংবিধানের কিছু বিধি এবং সুপ্রিম রায়ের পরিপন্থী, তাই ফেরত পাঠানো হয়েছে বিলটি (Aparajita Bill)।
অপরাজিতা বিল (Aparajita Bill) ফেরত এল রাজ্যের কাছে
উল্লেখ্য, সাধারণত সব বিল রাজ্যপালের কাছে গেলে সংবিধান এবং আইন দেখে সই করেন তিনি। কিন্তু নারী নির্যাতনের বিরুদ্ধে এই অপরাজিতা বিলটি (Aparajita Bill) স্পর্শকাতর বিষয় সংক্রান্ত হওয়ায় তা কেন্দ্র এবং রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। কিন্তু সংবিধানের কিছু বিধির পরিপন্থী বলে দাবি করে ফেরত পাঠানো হয়েছে বিলটি।
কী অভিযোগ উঠেছে: এদিকে সূত্রের খবর, অপরাজিতা বিলের (Aparajita Bill) বিষয়ে রাষ্ট্রপতি ভবনের তরফে কিছু প্রশ্ন জানতে চাওয়া হয়েছে রাজভবনের কাছে। আবার তা নবান্নের কাছে জানতে চেয়েছেন রাজ্যপাল। জানা যাচ্ছে, ধর্ষণের শাস্তি হিসেবে বর্তমানে আইনে যা উল্লেখ রয়েছে, তার থেকেও কড়া শাস্তির কথা উল্লেখ করা হয়েছে অপরাজিতা বিলে (Aparajita Bill)। আর তাতেই নাকি কেন্দ্র আপত্তি প্রকাশ করেছে বলে খবর সূত্রের।
আরও পড়ুন : কবিগুরুর শান্তিনিকেতন এখন ইউনেস্কো হেরিটেজ সাইট, ৫ বছর পর খুলছে দরজা, রয়েছে বিশেষ আকর্ষণ!
কী এই অপরাজিতা বিল: গত বছর অগাস্ট মাসে আরজিকর হাসপাতালে ঘটে যায় ন্যক্কারজনক ধর্ষণ এবং খুনের ঘটনা। তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনার পরেই বিধানসভায় অপরাজিতা বিল (Aparajita Bill) পাশ করা হয় রাজ্যের উদ্যোগে। সেই বিল ফেরত পাঠানোর পরেই ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূল।
আরও পড়ুন : সুপ্রিম কোর্টে বড় ধাক্কা চাকরিহারাদের, OMR শিট নিয়ে চূড়ান্ত রায় জানিয়ে দিল আদালত
সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষ করে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ লিখেছেন, ‘অপরাজিতা বিল রাজ্যকে ফেরত পাঠালো কেন্দ্র? ধর্ষণ, খুনে মৃত্যুদন্ডকে অতিরিক্ত নিষ্ঠুর সাজা বলে চিহ্নিত করে আপত্তি করল তারা? রাজভবনসূত্রে খবর। বিস্তারিত জানা হচ্ছে। এটা সত্য হলে তীব্র প্রতিবাদ থাকল। নারীসুরক্ষা নিয়ে সর্বোচ্চ কঠিন মনোভাব মমতা বন্দ্যোপাধ্যায়ের। উল্টোদিকে বিজেপির মানসিকতা কী, সেটা এবার স্পষ্ট হল।’