গা ভরা পেল্লায় সোনার হার, বিচ্ছেদের জল্পনা উড়িয়ে সুনীতাকে উপহার গোবিন্দার! কত ওজন হবে?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : বলিউড মানেই শুধু বিচ্ছেদ। একথা আবারও ভুল প্রমাণ করে দিলেন গোবিন্দা (Govinda) এবং সুনীতা আহুজা। কিছুদিন আগেই দুজনের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন নিয়ে বলিউডে তীব্র হয়েছিল চর্চা। যদিও সেই চর্চায় জল ঢেলেছিলেন স্বয়ং গোবিন্দা (Govinda) পত্নী সুনীতা। জোর গলায় বলেছিলেন, তাঁদের আলাদা করার ক্ষমতা কারোর নেই। এবার সেই দাবি জোরালো করে নতুন খবর দিলেন সুনীতা।

করবা চৌথে সুনীতাকে উপহার গোবিন্দার (Govinda)

করবা চৌথ উপলক্ষে স্ত্রীকে বিরাট সারপ্রাইজ দিলেন গোবিন্দা (Govinda)। গা ভরাট পেল্লাই সোনার হার সুনীতাকে দিয়েছেন অভিনেতা। উচ্ছ্বসিত সুনীতা সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন সেই খবর। তাঁর হারের আকার বহর দেখে চমকিত নেটিজেনরাও।

Govinda gave big gold necklace to wife sunita ahuja

কী লিখলেন সুনীতা: সোশ্যাল মিডিয়ায় হারটি পরে একটি ছবি শেয়ার করেছেন সুনীতা। ক্যাপশনে স্বামীরই ছবির গান, ‘সোনা কিতনা সোনা হ্যায়’। সুনীতা আরও লিখেছেন, ‘আমার করবা চৌথের উপহার এসে গিয়েছে’। মুহূর্তের মধ্যে ভাইরাল সুনীতার ছবি। নেটিজেনরাও প্রশংসায় ভরিয়েছেন তারকা জুটিকে।

আরও পড়ুন : পুজো মিটতেই কাজ শুরু, কবি সুভাষ থেকে নোয়াপাড়া, আমূল বদলে যাচ্ছে মেট্রোর ব্লু লাইন

উচ্ছ্বসিত নেটিজেনরাও: একজন লিখেছেন, গোবিন্দা (Govinda) সুনীতার জুটি সত্যিই সেরা। তাঁরা সেটা প্রমাণ করে দিয়েছেন। এদিকে সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়েছে সুনীতার গলার সোনার হার নিয়ে। কত ওজন হতে পারে ওই হারের? কয়েকজনের মতে, অন্তত ৯০ ভরি ওজন তো হবেই এই হারের। বিরাট হারটি চোখ টানে প্রথমেই।

আরও পড়ুন : এতকালের ঐতিহ্যে বিরাট পরিবর্তন, বদলে গেল ফাটাকেষ্টর কালীপুজোর প্রতিমা! কী জানালেন শিল্পী?

প্রসঙ্গত, এর আগে গণেশ চতুর্থীতে একসঙ্গে সামনে এসেছিলেন গোবিন্দা এবং সুনীতা। তখন তিনি বলেছিলেন, ‘আজ সবার গালে থাপ্পড় পড়েছে আমাদের একসঙ্গে দেখে। আমরা তো কত ঘনিষ্ঠ ভাবেই এলাম ক্যামেরার সামনে। আমাদের মধ্যে কিছু হয়ে থাকলে কি এইভাবে আসতে পারতাম!’ এখানেই না থেমে সুনীতা আরও বলেছিলেন, কেউ তাঁদের আলাদা করতে পারবে না। ভগবান এলেও পারবেন না, শয়তান এলেও না। গোবিন্দা শুধুই তাঁর।