বন্ধ হল পারিবারিক কাদা ছোঁড়াছুঁড়ি, ছয় বছরের অশান্তি কাটিয়ে ভাগ্নে ক্রুষ্ণাকে ক্ষমা করলেন গোবিন্দা

বাংলাহান্ট ডেস্ক: পারিবারিক অশান্তি, কূটকাচালি কোন পরিবারে না থাকে। এমনকি তারকারাও এড়াতে পারেন না পারিবারিক অশান্তি। এর জেরে নষ্ট হয়ে যায় বহু বছরের সুন্দর সম্পর্ক। বলিউড অভিনেতা গোবিন্দা (Govinda) ও তাঁর ভাগ্নে ক্রুষ্ণা অভিষেকও (Krushna Abhishek) একই অশান্তির শিকার। দীর্ঘ ছয় বছর ধরে মুখ দেখাদেখি বন্ধ দুজনের। বিশেষ করে দুজনের স্ত্রীই বারবার একে অপরকে বিরুদ্ধে মুখ খুলে ক্ষোভ উগরে দিয়েছেন।

ক্রুষ্ণা অবশ‍্য বরাবরই মামা গোবিন্দা ও মামি সুনীতা আহুজার সম্পর্কে ভালোই বলে এসেছেন। অবশেষে এত বছর পর ভাগ্নের কষ্টে মন টলল গোবিন্দার। সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্রুষ্ণার প্রসঙ্গ ওঠে অভিনেতার সামনে। ভাগ্নে ক্ষমা চেয়েছে শুনে তিনি বলেন, “তুমি আর আরতি, তোমরা আমার সবথেকে প্রিয় বোনের সন্তান। ওর কাছে কত ভালবাসাই না পেয়েছি আমি। তোমরা সেই ভালবাসা থেকে বঞ্চিত হয়েছো, এটা সত‍্যিই খুব কষ্টকর।”

Govinda 1200
গোবিন্দা আরো বলেন, “কিন্তু আমি এমন নই। কোনো বিষয়েই, আমার ব‍্যবহারের জন‍্য কষ্ট পেও না। তোমাকে সবসময়ই ক্ষমা করে দিয়েছি। শান্ত হও, তোমার সঙ্গে কোনো সমস‍্যা নেই। ঈশ্বর তোমার মঙ্গল করুন। আরো ভাল কাজ করতে থাকো।” উত্তরে ক্রুষ্ণাও ভালবাসা পাঠিয়েছেন ‘হিরো নাম্বার ওয়ান’ মামার জন‍্য।

এর আগেও মিউজিক ভিডিওর জন‍্য গোবিন্দা ট্রোলড হলে মামার পাশেই দাঁড়িয়েছিলেন ভাগ্নে। ক্রুষ্ণা বলেছিলেন, “আমার জন‍্য, উনি সবসময় হিরো নাম্বার ওয়ানই থাকবেন।” কম কথায় তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে যতই বিতর্ক হোক না কেন, যে যতই ট্রোল করুক না কেন, তিনি সবসময় ‘চিচি মামা’র পাশেই থাকবেন।

 

krushna abhishek
প্রসঙ্গত, বছর কয়েক আগেই মামা গোবিন্দা ও ভাগ্নে ক্রুষ্ণার মধ‍্যেকার বিবাদ প্রকাশ‍্যে আসে। ২০১৬ তে ক্রুষ্ণার স্ত্রী কাশ্মীরা শাহ একটি টুইট করেছিলেন। সেখানে ‘যারা টাকার জন‍্য নাচে’ তাদের উদ্দেশে কটাক্ষ ছুঁড়েছিলেন তিনি। গোবিন্দা পত্নি সুনীতা ভেবে বসেন এই টুইট তাঁর স্বামীকে উদ্দেশ‍্য করেই করা। এরপর থেকেই সম্পর্ক তলানিতে যাওয়া শুরু।

এরপ‍র কপিল শর্মা শোয়ের একটি এপিসোডে গোবিন্দা ও সুনীতার আসার খবর পেয়ে সংশ্লিষ্ট এপিসোডে পারফর্ম না করার সিদ্ধান্ত নেন ক্রুষ্ণা। খবর পেয়ে অত‍্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন মামি সুনীতা। গোবিন্দার ভাগ্নের প্রতি তীব্র কটাক্ষ শানিয়ে তিনি বলেন, “তিন বছর আগেই আমি বলেছিলাম যতদিন আমি বেঁচে আছি ততদিন এই ঝামেলা মিটবে না। পরিবারকে কখনো অসম্মান করার অধিকার নেই তোমার।”

Niranjana Nag

সম্পর্কিত খবর