মাঝপথে বন্ধ করে দেওয়া হয়েছিল শুটিং, হিট সিনেমা গোবিন্দার থেকে ছিনিয়ে নিয়েছিলেন সলমন!

বাংলাহান্ট ডেস্ক : বলিউড জগতে বহু চর্চিত অভিনেতা গোবিন্দা (Govinda) । ১৯৩২ সালে তাঁকে দেখা গিয়েছিল ‘শোলা অর শবনম’ ছবিতে। তারপর একের পর এক বলিউড ছবি করেছেন তিনি। তাঁর ছবি মানেই বক্স অফিসে সুপার ডুপার হিট। তবে এই অভিনেতার ‘জোড়ি নম্বর ১’ ছবি সে সময় সবচেয়ে বেশি ব্যবসা করেছিল বক্স অফিসে।

তবে একটা সময় এই অভিনেতা নিজের এক বন্ধুর জন্য সরে দাঁড়িয়েছিলেন ছবি থেকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে অভিনেতার এক সাক্ষাৎকার। যেখানে তিনি এমনই কিছু চাঞ্চল্যকর দাবি করেছেন। বলিউড সুপারস্টার সালমান খানের জন্যই একটা সময় শুটিং সম্পন্ন হয়ে যাওয়া সত্ত্বেও ছবি থেকে সরে দাঁড়ান তিনি।

Govinda With Salman Khan

১৯৯৭ সালে মুক্তি পেয়েছিল জুড়ওয়া ছবি। প্রেম মালহোত্রা এবং রাজ মালহোত্রার চরিত্রে এই ছবিতে অভিনয় করেছেন সালমান খান। নায়িকার চরিত্রে ধরা দিয়েছেন কারিশমা কাপুর এবং রম্ভা প্রধান। বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছিল এই ছবি। তবে অনেকেই জানেন না এই ছবিতে অভিনয় করার কথা ছিল গোবিন্দার।

এক সাক্ষাৎকারে অভিনেতা জানান,’ শুটিং প্রায় শেষ হয়ে এসেছিল। হঠাৎ করেন আমাকে একদিন ফোন করেন সালমান। বলেন এখনই তোমার শুটিং বন্ধ করতে হবে। আমি কাজ করতে চাই ওই ছবিতে। বন্ধুর কথা রাখতে আমি তৎক্ষণাৎ সরে যাই ছবি থেকে’।

Salman Khan with Govinda

২০০৭ সালে এই দুই অভিনেতাকে দেখা গেছে একই ছবিতে অভিনয় করতে। ডেভিড ধাওয়ানের পরিচালিত ‘সালামে ইশক’ ছবিতে একসাথে কাজ করেছেন তাঁরা। এরপর বেশ কিছু ছবিতে একসাথে কাজ করেছেন তাঁরা।

additiya

সম্পর্কিত খবর