বাবার থেকেও সুপুরুষ, পরপর অডিশনে ফেল করে অবশেষে বলিউডে আসছেন গোবিন্দা-পুত্র

বাংলাহান্ট ডেস্ক : বলিউড মানেই নেপোটিজম, এমন অভিযোগ উঠেছে বহুবার। কিন্তু তাতেও বিশেষ কোনো হেলদোল হয়নি। একের পর এক তারকা সন্তানরা পা রাখছেন ইন্ডাস্ট্রিতে। অভিনেতা অভিনেত্রীদের দেখাদেখি তাঁদের ছেলেমেয়েরাও অনুসরণ করছেন একই পথ। এই তালিকায় এবার জুড়তে চলেছে আরেক নতুন নাম। বলিউডে ডেবিউ করছেন গোবিন্দা (Govinda) পুত্র যশবর্ধন আহুজা।

বলিউডে অভিষেক করবেন গোবিন্দা (Govinda) পুত্র

সংবাদ মাধ্যম সূত্রে খবর, খুব শীঘ্রই বলিউডে পা রাখতে চলেছেন যশবর্ধন। একটি প্রেমের গল্প দিয়ে অভিষেক হবে তাঁর। ছবির নাম এখনো ঠিক না হলেও জানা যাচ্ছে, ছবিটির পরিচালনা করতে চলেছেন জাতীয় পুরস্কারজয়ী পরিচালক সাই রাজেশ। ছবির যৌথ প্রযোজনার দায়িত্বে থাকছেন মধু মান্তেনা, আল্লু অরবিন্দ এবং এসকেএন ফিল্মস।

Govinda son yashvardan is going to debut in bollywood

অডিশন দিয়ে ছবিতে সুযোগ: তবে তারকা বাবার ছেলে হয়েও যশবর্ধন নেপোটিজমের সাহায্য নিয়ে বলিউডে অভিষেক করছেন না। সূত্রের খবর বলছে, যথাযথ অডিশন দিয়েই এই ছবিতে সুযোগ পেয়েছেন গোবিন্দা (Govinda) পুত্র। শোনা যাচ্ছে, বাবার নামের দৌলতে নিজের কেরিয়ার গড়তে চাননি বলেই অডিশন দিয়ে অভিনয়ে পা রাখছেন যশবর্ধন। এর আগেও নাকি একাধিক অডিশন দিয়েছেন তিনি। কিন্তু তখন ভাগ্যে শিকে ছেঁড়েনি।

আরো পড়ুন : বাচ্চাদের মগজধোলাই, বাংলাদেশে মাদ্রাসায় তৈরি হচ্ছে জঙ্গি! ইউনূসের অস্বস্তি বাড়িয়ে বোমা ফাটালেন তসলিমা

ছবির নায়িকা কে হচ্ছেন: একা যশবর্ধন নয়, ছবির নায়িকাও খোঁজা হচ্ছে অডিশনের মাধ্যমে। ইতিমধ্যেই ১৪ হাজার ভিডিও ক্লিপ এসেছে বলে খবর। এর মধ্যে থেকেই নির্বাচন করা হবে নায়িকা। আগামী বছর গ্রীষ্মেই ছবির শুটিং শুরু হয়ে যাবে বলে খবর।

আরো পড়ুন : গাড়ি ঘিরে দাঁড়িয়ে একদল লোক, হাত জোড় করে ‘জয় শ্রীরাম’ বলে ছাড়া পেলেন সইফ পুত্র ইব্রাহিম!

প্রসঙ্গত, গোবিন্দা (Govinda) এবং সুনীতা আহুজার দুই সন্তান যশবর্ধন এবং টিনা। মেয়ে অবশ্য ইতিমধ্যেই ডেবিউ করেছেন বলিউডে। ২০১৫ সালের ছবি ‘সেকেন্ড হ্যান্ড হাজব্যান্ড’ ছবিতে দেখা গিয়েছে তাঁকে। তবে কেরিয়ারে এখনো পর্যন্ত তেমন উন্নতি করতে পারেননি টিনা। এবার যশবর্ধন কী কামাল করেন সেটাই দেখার।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর