বাংলাহান্ট ডেস্কঃ রাজ্যে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে অক্সিজেন সংকট মেটাতে এবার বেসরকারি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে অক্সিজেন পার্লার (oxygen parlour) উদ্বোধন করল স্বাস্থ্য দফতর। ২৫ বেডের এই অক্সিজেন পার্লার চালু হতে চলেছে আলিপুরের উত্তীর্ণ ভবনে।
রাজ্যে বাড়তে থাকা করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে আগেই ‘সেফ হোম’ ও ‘কোয়ারেন্টিন সেন্টার’ তৈরি করেছে রাজ্য সরকার। বর্তমান সময়ে সেসবের সংখ্যা বাড়ানোরও পরিকল্পনা চলছে। যেসমস্ত করোনা রোগীদের শারীরিক অবস্থা সংকটজনক নয়, কিংবা যাদের তেমন উপসর্গ নেই, তাদেরকে সেখানে রাখার ব্যবস্থা করা হচ্ছে।
তবে করোনা আবহে রোগীদের সেবা দেওয়ার জন্য একসঙ্গে হাত মেলাল সরকার এবং বেসরকারী সংস্থা। সরকারী জায়গায় রোগীরা থাকলেও, তাদের অক্সিজেন সরবরাহ করবে বেসরকারী সংস্থা। এই সংকটের পরিস্থিতিতে মানুষের শারীরিক অবস্থার কথা আগে চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বাস্থ্য দফতর, পুরসভা ও লায়ন্স ক্লাবের সমন্বয়ে গঠিত এই অক্সিজেন পার্লারের সমস্তা ব্যবস্থা ভালো করে খতিয়ে দেখেন রাজ্যের বিদায়ী মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, ‘আগামী সোমবার থেকেই এই অক্সিজেন পার্লার চালু হয়ে যাবে। প্রথমে ২৫ বেড নিয়ে শুরু হলেও, আগামী ১৫ ই মে’র মধ্যে বাকি কাজ শেষ করার দায়িত্বে রয়েছে পুসভা’।
প্রসঙ্গত, আপাতত ২৫ বেড নিয়ে উত্তীর্ণ ভবনে এই অক্সিজেন পার্লার চালু করার কথা বলা হলেও, পরবর্তীতে এখানে ২০০ বেডের ব্যবস্থা করা হবে। এখানে বাইরে থেকেও রোগীরা এসে অক্সিজেন নিতে পারবেন। পাশাপাশি এখানের ৩ এবং ৪ তলায় পুরসভার ও স্বাস্থ্য দফতরের উদ্যোগে দুটি সেফ হাউস রয়েছে।