রেশন নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্র সরকারের, খুশির হাওয়া গোটা দেশজুড়ে

বাংলাহান্ট ডেস্ক : রেশন কার্ডের (Ration Card) মাধ্যমে প্রত্যেকটি সাধারণ মানুষ সরকারের কাছ থেকে ন্যায্য মূল্যে খাদ্যদ্রব্য পেয়ে থাকেন। এই রেশন কার্ডের বিভিন্ন স্তর রয়েছে। পরিবারের আর্থিক অবস্থা অনুযায়ী সেই স্তর গুলি বিভক্ত। সেই স্তর অনুযায়ী কেউ বিনামূল্যে আবার কেউ স্বল্প মূল্যে রেশন সামগ্রী সরকারের কাছ থেকে লাভ করে থাকেন।

করোনা লকডাউনের সময় বহু গরীব মানুষ এই রেশন কার্ডের মাধ্যমে বিনামূল্যে সরকারের কাছ থেকে খাদ্যদ্রব্য পেয়েছেন। সারাদেশে ৮০ কোটির উপরের মানুষ রেশনের সুবিধা নিয়ে থাকেন। কিন্তু অনেক সময় রেশন কার্ডে কারচুপি ধরা পড়ে। আর তার জেরেই সাধারণ মানুষকে বহুক্ষেত্রেই সমস্যার সম্মুখীন হতে হয়।

   

অনেক অসাধু ব্যবসায়ী ও ব্যক্তিরা রেশন কার্ডের কারচুপি করে সরকারকে ফাঁকি দিয়ে খাদ্যদ্রব্য আত্মসাৎ করে। এই কারচুপি রোধ করার জন্য প্রত্যেকটি রেশন কার্ডকে আধার কার্ডের সাথে লিংক করানো নির্দেশিকা জারি করে কেন্দ্রীয় সরকার। সরকারের পক্ষ থেকে জানানো হয় রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক বাধ্যতামূলক।

২০২৩ সালের ৩১ শে মার্চ রেশন কার্ডের সাথে আধার লিংকের শেষ দিন হিসাবে ঘোষণা করেছিল সরকার। বলা হয়েছিল এই তারিখের মধ্যে যদি কেউ রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক না করেন তাহলে তার রেশন কার্ডটি নিষ্ক্রিয় হয়ে যাবে। অর্থাৎ তিনি রেশনের কোনও সুবিধা আর পাবেন না।

IMG 20210624 155520 1

এই আবহে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আরও একটি নতুন বিজ্ঞপ্তি জারি করা হলো। এই বিজ্ঞপ্তি অনুযায়ী রেশনের সাথে আধারের (Aadhaar Card) লিংকের সময়সীমা ৩০ শে জুন ২০২৩ পর্যন্ত বাড়ানো হয়েছে। এই তারিখের মধ্যে গ্রাহকরা রেশনের সাথে আধারের লিংক করাতে পারবেন।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর