এবার আরো এক সরকারি কোম্পানি হতে চলেছে প্রাইভেট, বড় সিদ্ধান্ত নিলো ভারত সরকার

বাংলাহান্ট ডেস্ক : আবারও বেসরকারিকরনের খবরে উত্তাল ভারতীয় রাজনীতি। এবার হিন্দুস্তান জিঙ্কের মালিকানা বেসরকারি হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। যা নিয়ে ক্রমাগত তোপ দাগছে বিরোধী শিবির।

বুধবারই সংসদের ক্যাবিনেট মন্ত্রীসভা হিন্দুস্তান জিঙ্কের মালিকানা বেসরকারি কোম্পানির হাতে দেওয়ার সিদ্ধান্ত শিলমোহর দিয়েছে। ভারত সরকার হিন্দুস্তান জিঙ্কের সমস্ত সত্ত্ব বিক্রি করে দেবে বলেই খবরে প্রকাশ। সূত্র মারফত জানা যাচ্ছে হইচজেডএল-র ২৯.৫৪ শতাংশ মালিকানা ভারত সরকারের হাতে ছিল। যার আর্থিক মূল্য ছিল প্রায় ৩৯৩৮৫.৬৬ কোটি টাকা। ক্যাবিনেটের এই সিদ্ধান্তের পরই এইচজেডএল-র শেয়ার ৪.১০ শতাংশ বেড়ে ৩০৭.৫০ টাকায় চলে গেছে।

তবে এই ঘটনা প্রথম নয়। এর আগেও ২০০২ সালে ভারত সরকার হিন্দুস্তান জিঙ্কের ২৬ শতাংশ মালিকানা অপার্চুনিটিস এন্ড বেঞ্চার্স লিমিটেডকে ৭৪৯ কোটি টাকায় বিক্রি করেছিল। পরে এসওভিএল তার মালিকানা বৃদ্ধি করে ৬৪.৯২ শতাংশে পৌঁছে যায়। এসওভিএলকে এর জন্য প্রায় ১৫০০ কোটি টাকা খরচ করতে হয়। যদিও এর বাজার মূল্য ছিল প্রায় এক লক্ষ কোটি টাকা। ভারত সরকারের বিরাট অংকের লোকসান হয় এই সময়।

২০২২-২৩ অর্থ বর্ষে আরও বেশ কিছু সংস্থাকে বেসরকারি করার পরিকল্পনা আছে ভারত সরকারের। বিখ্যাত সংস্থা আইটিসিতেও প্রায় ৭.৯১ শতাংশ মালিকানা বিক্রির কথা ভাবা হয়েছে। ভারত সরকারের এই বেসরকারিকরনের পরিকল্পনার কড়া ভাষায় সমালোচনা করছে বিরোধী শিবির। তাঁদের দাবি, যে সমস্ত কোম্পানিগুলি পূর্বতন সরকার শুরু করেছিল সেই কোম্পানিগুলিকে বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্র করেছে বিজেপি সরকার। যেকোনও মূল্যে মোদি ৫ ট্রিলিয়ন ডলারের স্বপ্নকে পূরণ করতে চাইছে বলেই অভিযোগ বিরোধীদের।


Sudipto

সম্পর্কিত খবর