বড় পদক্ষেপ কেন্দ্রের! দেশের যুব সমাজের সাহায্যার্থে বিনামূল্যে শুরু হচ্ছে AI কোর্স, কীভাবে করবেন আবেদন?

Published on:

Published on:

Govt started India AI Mission for free.
Follow

বাংলাহান্ট ডেস্ক: ভারতের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক দেশের যুবসমাজকে কৃত্রিম বুদ্ধিমত্তায় (India AI Mission) দক্ষ করে তুলতে বড় পদক্ষেপ নিল। ১৮ নভেম্বর ২০২৫ প্রেস ইনফর্মেশন ব্যুরো একটি রিলিজ জারি করে জানায়, কেন্দ্র এবার প্রকাশ করেছে ‘YUVA AI for ALL’ নামের একটি সম্পূর্ণ বিনামূল্যের কৃত্রিম বুদ্ধিমত্তা কোর্স। দেশের অন্তত ১ কোটি যুবককে এআই শিক্ষার আওতায় আনা এবং সাধারণ মানুষের কাছে প্রযুক্তিকে আরও সহজ ও গ্রহণযোগ্য করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষায় (India AI Mission) বড় পদক্ষেপ ভারতের:

কেন্দ্রের এই সিদ্ধান্ত আচমকা নয়। গত কয়েক মাস ধরেই বিভিন্ন আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা (India AI Mission) সংস্থার সঙ্গে আলোচনা চালাচ্ছিল ভারত সরকার। বিশেষ করে চ্যাট জিপিটির মতো প্রতিষ্ঠানের সঙ্গে প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে একাধিক বৈঠক হয়। সেই সমস্ত পর্যালোচনার ভিত্তিতেই তৈরি হয়েছে নতুন এই এআই কোর্স। মাত্র সাড়ে ৪ ঘণ্টার এই সংক্ষিপ্ত কিন্তু কার্যকরী কোর্সটি নাগরিকদের এআই সম্পর্কে প্রাথমিক ও প্রয়োজনীয় জ্ঞান দিতে সক্ষম হবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয় নাকি জঙ্গি তৈরির প্রতিষ্ঠান? দিল্লি বিস্ফোরণের পরেই আল-ফালাহ ছাড়ছেন অধ্যাপক-পড়ুয়ারা

‘YUVA AI for ALL’ মূলত IndiaAI মিশনের (India AI Mission) একটি গুরুত্বপূর্ণ অংশ। এই মিশনের মাধ্যমে ভারতকে একটি বিশ্বমানের এআই-চালিত অর্থনীতিতে রূপান্তরিত করার লক্ষ্য নিয়েছে কেন্দ্র। সুপরিচিত এআই বিশেষজ্ঞ জসপ্রীত বিন্দ্রা এই কোর্সের নকশা তৈরি করেছেন। আন্তর্জাতিক এআই জ্ঞান ও ভারতের বাস্তব প্রয়োজন—দু’টিকে সমানভাবে গুরুত্ব দিয়ে সাজানো হয়েছে ৬ মডিউলের পুরো কারিকুলাম।

কোর্সটি একাধিক অনলাইন প্ল্যাটফর্মে সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে। FutureSkills Prime, iGOT Karmayogi-সহ বিভিন্ন সরকারি প্ল্যাটফর্মে এটি অ্যাক্সেস করা যাবে। যেহেতু কোর্সটি সম্পূর্ণ অনলাইন এবং আগে থেকে রেকর্ড করা, তাই প্রত্যেকেই নিজের সুবিধামতো সময় ও গতিতে পড়াশোনা করতে পারবেন। শহর থেকে গ্রাম—যে কোনও জায়গা থেকেই সহজে কোর্সে যোগ দেওয়া যাবে।

Govt started India AI Mission for free.

আরও পড়ুন: রিঙ্কু সিংয়ের সঙ্গে অবিচার? সেঞ্চুরির পর সেঞ্চুরি করেও টিম ইন্ডিয়ার টেস্ট দলে কেন মিলছে না সুযোগ?

এই কোর্সে কৃত্রিম বুদ্ধিমত্তা কী, কীভাবে এটি শিক্ষা, স্বাস্থ্য, সৃষ্টিশীলতা এবং কর্মক্ষেত্রকে বদলে দিচ্ছে, এবং কীভাবে দায়িত্বশীলভাবে এআই ব্যবহার করা উচিত—এসব গুরুত্বপূর্ণ বিষয়ে স্পষ্ট ধারণা দেওয়া হবে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার বাস্তব প্রয়োগ, ভবিষ্যতে এআই-নির্ভর চাকরির সম্ভাবনা, এবং সাধারণ নাগরিকদের জন্য এআই ব্যবহারের নৈতিকতা সম্পর্কেও শিক্ষিত করা হবে অংশগ্রহণকারীদের।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কোর্সটি সফলভাবে সম্পন্ন করলে ভারতের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের পক্ষ থেকে অংশগ্রহণকারীরা একটি অফিশিয়াল শংসাপত্র পাবেন। যা ভবিষ্যতে চাকরি বা উচ্চশিক্ষার ক্ষেত্রে একটি অতিরিক্ত যোগ্যতা হিসেবে ভূমিকা রাখবে। সরকারের দাবি, এই উদ্যোগ দেশের ডিজিটাল ব্যবধান কমাতে বড় ভূমিকা নেবে এবং গ্রামীণ থেকে শহুরে—সব স্তরের মানুষের জন্য এআইকে সহজলভ্য করে তুলবে। ‘YUVA AI for ALL’ একদিকে যেমন প্রযুক্তি শিক্ষাকে গণতান্ত্রিক করছে, তেমনই ভারতকে আগামী দিনের ডিজিটাল শক্তি হিসেবে গড়ে তুলতে সাহায্য করছে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।