‘কোল্ডরিফ’ সিরাপে মৃত্যুর ছায়া, নড়েচড়ে বসল কেন্দ্র ও রাজ্য, লাইসেন্স বাতিল, একাধিক রাজ্যে বিক্রি নিষিদ্ধ

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্ক: বিষাক্ত কাশির সিরাপ (Cough Syrup) তৈরি করে শিশুদের প্রাণহানি ঘটানোর অভিযোগে বড় পদক্ষেপ নিল তামিলনাড়ু সরকার। সোমবার রাজ্যের স্বাস্থ্য দফতর ঘোষণা করেছে, কাশির সিরাপ ‘কোল্ডরিফ’ প্রস্তুতকারী সংস্থা শ্রীসান ফার্মা-র ওষুধ তৈরির লাইসেন্স সম্পূর্ণরূপে বাতিল করা হয়েছে এবং সংস্থাটিকে বন্ধ করে দেওয়া হয়েছে।

বিষাক্ত কাশির সিরাপ (Cough Syrup) নিয়ে পদক্ষেপ কেন্দ্রের

গত ৫ অক্টোবর মধ্যপ্রদেশে ২২ জন শিশুর মৃত্যুর ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য ছড়ায়। জানা গিয়েছিল, ওই শিশুরা সকলেই ‘কোল্ডরিফ’ সিরাপ (Cough Syrup) সেবন করেছিল। মৃত্যুর পরপরই তামিলনাড়ু সরকার সংস্থাটিকে একটি ‘কারণ দর্শানো’ নোটিশ পাঠায়। সেখানে শ্রীসান ফার্মাকে জিজ্ঞাসা করা হয়েছিল, কেন তাদের ওষুধের লাইসেন্স বাতিল করা হবে না। নোটিশের উত্তরে সংস্থা সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হওয়ায় এই সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার।

আরও পড়ুন:ঘুরতে যাবেন দীপাবলিতে? পকেটে ধাক্কা অনিবার্য! চাহিদার চাপে আকাশছোঁয়া বিমান টিকিটের ভাড়া

একইসঙ্গে সোমবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) শ্রীসান ফার্মার সঙ্গে যুক্ত সাতটি জায়গায় অভিযান চালায়। সংস্থাটির বিরুদ্ধে ওষুধ (Cough Syrup) উৎপাদন ও বিপণনের বিভিন্ন স্তরে নিয়মভঙ্গ ও আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। তামিলনাড়ু স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রীসান ফার্মা মধ্যপ্রদেশ, রাজস্থান, পুদুচেরি ও ওড়িশা রাজ্যে কোল্ডরিফ সিরাপ সরবরাহ করত। সংশ্লিষ্ট রাজ্যগুলিকেও এই ওষুধ বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। সরকার জানিয়েছে, কোল্ডরিফ সিরাপ পান করার পর শিশুদের কিডনিতে সংক্রমণ ও ব্যর্থতা দেখা যায়।

চলতি মাসের শুরুতে তামিলনাড়ু ড্রাগ কন্ট্রোল কর্তৃপক্ষ কোল্ডরিফ সিরাপের নমুনা পরীক্ষায় বিপজ্জনক রাসায়নিক ডাইথিলিন গ্লাইকোল-এর উপস্থিতি শনাক্ত করে। এই পদার্থ সাধারণত অ্যান্টিফ্রিজে ব্যবহৃত হয় এবং মানবদেহের জন্য বিষাক্ত। ফলস্বরূপ সিরাপটিকে (Cough Syrup) ‘ভেজাল ও প্রাণঘাতী’ ঘোষণা করা হয়। এই ঘটনার পর শ্রীসান ফার্মার মালিক রঙ্গনাথন-কে গ্রেফতার করে মধ্যপ্রদেশ পুলিশ। তাঁকে ছিন্দওয়াড়ায় নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানেই জেরা চলছে। পাশাপাশি চিকিৎসক প্রবীণ সোনিকেও গ্রেফতার করা হয়েছে, যিনি বহু শিশুর প্রেসক্রিপশনে এই সিরাপ লেখার অভিযোগে অভিযুক্ত।

আরও পড়ুন:জব্দ হবে মদ্যপ বাহিনী, দূর থেকেও ধরে ফেলবে মদের অস্তিত্ব! ২২ লক্ষ খরচ করে বিশেষ যন্ত্র কিনছে পুলিশ

এই কেলেঙ্কারির জেরে কেন্দ্রীয় সরকারও কঠোর পদক্ষেপ নিয়েছে। ইতিমধ্যেই দুটি সংস্থা — শেপ ফার্মা ও রেডনেক্স ফার্মাসিউটিক্যালস-এর তৈরি ‘রিলিফ’ ও ‘রেসপিফ্রেশ টিআর’ নামের কাশির সিরাপ (Cough Syrup) নিষিদ্ধ করা হয়েছে। তদন্তে দেখা গিয়েছে, এই সিরাপগুলিতেও ডাইথিলিন গ্লাইকোলের মাত্রা বিপজ্জনকভাবে বেশি। রেসপিফ্রেশ টিআর তৈরি হয় গুজরাটের আমেদাবাদ জেলার রেডনেক্স ফার্মাসিউটিক্যালস কারখানায়, আর রিলাইফ সিরাপ তৈরি করে শেখপুরের শেপ ফার্মা। সরকার জানিয়েছে, এই সংস্থাগুলির বিরুদ্ধেও তদন্ত চলছে এবং প্রয়োজনে ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে।

এই ঘটনায় দেশজুড়ে ক্ষোভ ছড়িয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ওষুধ (Cough Syrup) তৈরির নিয়মকানুন আরও কড়া করা এবং উৎপাদনের প্রতিটি ধাপে নিয়মিত পরীক্ষা বাধ্যতামূলক করা এখন সময়ের দাবি। তামিলনাড়ু সরকারের এক আধিকারিকের কথায়, “শিশুদের প্রাণহানির মতো মর্মান্তিক ঘটনা আর যেন না ঘটে, তার জন্যই এই কঠোর সিদ্ধান্ত।”