বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয় সেনাকে কেন্দ্র সরকার ১ লক্ষ বুলেট প্রুফ জ্যাকেট হাতে তুলে দিল। একটি অনুষ্ঠানের সময় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রীপদ নায়েক সেনা প্রধান এম.এম নরভানের হাতে ভারতে Make In India প্রোজেক্ট অনুযায়ী বানানো বুলেট প্রুফ জ্যাকেট তুলে দেন। প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রীপদ নায়েক জানান, আমাদের সরকার জওয়ানদের সুরক্ষার জন্য সম্পূর্ণ রুপে প্রতিবদ্ধ।
Minister of State for Defence Shripad Yesso Naik (in file photo) today handed over One-Hundredth thousandth new Bullet Proof Jacket (BPJ) to Army Chief General M M Naravane in a ceremony held in New Delhi: Defence Ministry pic.twitter.com/NLYkLDeDBP
— ANI (@ANI) January 6, 2021
উনি বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের কাছে সেনার সুরক্ষাই সবথেকে গুরুত্বপূর্ণ। শ্রীপদ নায়েক বলেন, সরকার আশ্বস্ত করছে যে, জওয়ানদের উন্নত হাতিয়ারের সাথে সাথে তাঁদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় উপকরণ উপলব্ধ করাবে।
প্রতিরক্ষা মন্ত্রালয়ের তরফ থেকে জারি বিজ্ঞপ্তি অনুযায়ী, মন্ত্রী নির্ধারিত সময়ের আগেই এই বুলেট প্রুফ জ্যাকেট গুলোকে উপলব্ধ করানোর জন্য নির্মাতা কোম্পানি এসএমপিপি প্রাইভেট লিমিটেডের প্রশংসা করেন। উনি বলেন, আত্মনির্ভর ভারত যোজনা অনুযায়ী মেক ইন ইন্ডিয়া বুলেট প্রুফ জ্যাকেট বানানো একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই কোম্পানি শুধু আমাদের দেশেই না, গোটা বিশ্বে এরকম উৎপাদ রফতানি করছে। এটা আমদের জন্য সন্মানের বিষয়।