বাংলা হান্ট ডেস্ক: আলো, আনন্দ আর সম্প্রীতির উৎসব দীপাবলি (Diwali 2025) বা দীপোৎসব সমগ্র ভারতজুড়ে পালিত হয় অপরিসীম উচ্ছ্বাসে। এটি হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব, যা অশুভের উপর শুভের বিজয়ের প্রতীক হিসেবেও পরিচিত। এই উৎসবে মানুষ ঘরবাড়ি প্রদীপ ও মোমবাতিতে আলোকিত করে, নতুন পোশাক পরে, আত্মীয়স্বজন ও বন্ধুদের উপহার দেয় এবং নানা সুস্বাদু খাবারের আয়োজন করে। দীপাবলি মূলত সম্পদ ও সমৃদ্ধির দেবী মহালক্ষ্মীর পূজার দিন হলেও, এর উৎসব শুরু হয় ধনতেরস থেকে এবং শেষ হয় ভাইফোঁটার দিন।
শুরু দীপাবলির মহাপর্ব (Diwali 2025)
হিন্দু পঞ্জিকা অনুযায়ী, দীপাবলি (Diwali 2025) পালিত হয় কার্তিক মাসের অমাবস্যা তিথিতে। ২০২৫ সালে তিথি বৃদ্ধির কারণে এই উৎসব চলবে ছয় দিনব্যাপী। উৎসবের সূচনা হবে ধনতেরস দিয়ে, শনিবার ১৮ অক্টোবর। এই দিনে দেবী লক্ষ্মী ও ধনদেবতা কুবেরের পূজা করা হয়। শুভ সময়ে মানুষ নতুন স্বর্ণালঙ্কার, বাসন বা অন্যান্য মূল্যবান সামগ্রী কেনেন। ধনতেরসের পূজার শুভ মুহূর্ত নির্ধারিত হয়েছে সন্ধ্যা ৭টা ১৬ মিনিট থেকে ৮টা ২০ মিনিট পর্যন্ত, অর্থাৎ এক ঘণ্টা চার মিনিট।
আরও পড়ুন: মা লক্ষ্মীর কৃপা হারাতে না চাইলে ধনতেরাসে এই জিনিসগুলি কেনার থেকে এড়িয়ে চলুন
এর পরের দিন, সোমবার ১৯ অক্টোবর, পালিত হবে ছোটো দীপাবলি (Diwali 2025) বা নরক চতুর্দশী। এই দিনটি নারকাসুরের উপর শ্রীকৃষ্ণের বিজয় স্মরণে উদ্যাপিত হয়। সকালে ‘অভ্যঙ্গ স্নান’-এর বিশেষ মাহাত্ম্য আছে। সেই স্নানের শুভ সময় নির্ধারিত হয়েছে সকাল ৫টা ১৩ মিনিট থেকে ৬টা ২৫ মিনিট পর্যন্ত।
মূল দীপাবলি (Diwali 2025) বা মহালক্ষ্মী পূজা হবে সোমবার ২০ অক্টোবর। এই দিনটিকে রামচন্দ্র, সীতা ও লক্ষ্মণের অযোধ্যা প্রত্যাবর্তনের আনন্দোৎসব হিসেবেও পালন করা হয়। প্রতিটি ঘর দীপশিখায় আলোকিত হয়ে ওঠে, রঙ্গোলি ও ফুলে সাজানো হয় ঘরের আঙিনা। সন্ধ্যায় মহালক্ষ্মী ও শ্রীগণেশের পূজা করা হয়। পূজার শুভ মুহূর্ত নির্ধারিত হয়েছে সন্ধ্যা ৭টা ০৮ মিনিট থেকে ৮টা ১৮ মিনিট পর্যন্ত।পরের দিন, ২২ অক্টোবর, পালিত হবে গোবর্ধন পূজা। শ্রীকৃষ্ণ এই দিনে গোবর্ধন পর্বত উত্তোলন করে বৃন্দাবনের মানুষকে ইন্দ্রের প্রলয় বর্ষণ থেকে রক্ষা করেছিলেন। মানুষ এই দিনে নানা রকম অন্নকূট প্রস্তুত করে গোবর্ধনের পূজা দেন। পূজার শুভ সময় সকালে ৬টা ২৬ মিনিট থেকে ৮টা ৪২ মিনিট পর্যন্ত এবং বিকেলে ৩টা ২৯ মিনিট থেকে ৫টা ৪৪ মিনিট পর্যন্ত নির্ধারিত।
আরও পড়ুন: মহামেডানের ইনভেস্টর সঙ্কট! ফের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ ক্লাব কর্তারা
দীপাবলির (Diwali 2025) শেষ দিনটি হলো ভাইদূজ বা ভাইফোঁটা, যা ভাই-বোনের ভালোবাসা ও সম্পর্কের প্রতীক। ২০২৫ সালে ভাইদূজ পালিত হবে ২৩ অক্টোবর, বৃহস্পতিবার। এই দিনে বোনেরা ভাইয়ের দীর্ঘায়ু ও সুখ কামনা করে তিলক পরায়, আর ভাইরা বোনদের উপহার দেয়। শুভ তিলক সময় নির্ধারিত হয়েছে দুপুর ১টা ১৩ মিনিট থেকে ৩টা ২৮ মিনিট পর্যন্ত।
ছয় দিনব্যাপী দীপাবলি (Diwali 2025) উৎসব কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি ভারতের সাংস্কৃতিক ঐক্য, পারিবারিক বন্ধন এবং আনন্দ ভাগ করে নেওয়ার প্রতীক। আলো, ভালোবাসা আর আশার এই উৎসব গোটা দেশকে এক সুতায় বেঁধে দেয়, অন্ধকারকে দূর করে নতুন আলোর পথ দেখায়।