বাংলাহান্ট ডেস্কঃ প্রতিক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার শুভ উদ্বোধন হতে চলেছে কলকাতার (kolkata) ইস্ট-ওয়েস্ট মেট্রো (east-west metro) যাত্রা। যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে সল্টলেক সেক্টর ফাইভ অবধি চলবে এই পরিষেবা। ট্রেন চলবে সেক্টর ফাইভ, করুণাময়ী, সেন্ট্রাল পার্ক, সিটি সেন্টার, বেঙ্গল কেমিক্যাল, সল্টলেক স্টেডিয়াম- এই ছটি স্টেশনে। এতে করে বহু মানুষের সুবিধা হবে বলে ভাবছে সরকার। এই উদ্বোধনী অনুষ্ঠান থেকে বাদ পড়ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ রয়েছে রাজনৈতিক মহল।
অফিসিয়াল দিনে এই মেট্রো চলবে সকাল ৮ টা থেকে রাত ৮ টা অবধি। তবে রবিবার এই পরিষেবা চলবে দুপুর ১২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত। প্রতিদিন যে হাজার হাজার মানুষ অফিস টাইমে তাঁদের অফিসের উদ্দেশ্যে রওনা হন, তাঁদের কিছুটা হলেও স্বস্তি দেবে এই মেট্রো। বহু নিত্যযাত্রী এই মেট্রো পরিষেবা নিতে পারবে বলে মনে করা হচ্ছে।
এতে করে পরিবহন ব্যাবস্থাও অনেক উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে। একটি ট্রেন থেকে যখন হাজার হাজার নিত্যযাত্রী রাস্তায় নামবেন, তখন তাঁদের গন্তব্য স্থলে পৌঁছে দেওয়ার জন্য বেশি পরিমানে অটো, টোটো এবং বাসের ব্যাবস্থা করা হচ্ছে। এতে করে বাংলার নিত্যযাত্রীদেরও অনেক সুবিধা হবে।
এদিন সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে সেক্টর ফাইভ স্টেশনে ট্রেন পরিষেবা উদ্বোধন করবেন রেলমন্ত্রী পীযূষ গয়াল। ট্রেনের গতি: থকেবে ৮০ কিলোমিটার/ ঘণ্টা। তবে এদিন ট্রেন চলবে শুধুমাত্র সেক্টর ফাইভ থেকে করুণাময়ী পর্যন্ত। এই উদ্বোধনী অনুষ্ঠানের নিমন্ত্রিত ব্যাক্তিদের তালিকা থেকে বাদ পড়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এমনকি বাদ গিয়েছেন নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমও। শোনা যাচ্ছে তাই এই অনুষ্ঠানে যাবেন না সুজিত বসু, কৃষ্ণা বসু ও কাকলি ঘোষ দস্তিদার। তে করে কেন্দ্র রাজ্য সংঘাত আরও জোরালো হবে বলে অনুমান করা হচ্ছে।