অঙ্ক পরীক্ষায় দেওয়া হল না ‘গ্রাফ পেপার’! সাদা কাগজেই করতে হবে গ্রাফ, নির্দেশ পর্ষদের

বাংলাহান্ট ডেস্ক : মাধ্যমিকের (Madhyamik Pariksha) অংক পরীক্ষার দিন দেওয়া হল না গ্রাফ পেপার (Graph Paper)। এর ফলে বিপাকে পড়লেন মাধ্যমিক পরীক্ষার্থীরা। মাধ্যমিক পরীক্ষার ইতিহাসে এমন ঘটনা আগে ঘটেছে কিনা তা নিয়ে সন্দিহান সবাই। এ বছরের মাধ্যমিক পরীক্ষায় ঘটল সম্পূর্ণ অন্যরকম ঘটনা। পর্ষদ পরীক্ষা চলাকালীন হঠাৎই একটি নোটিশ জারি করে।

সেই নোটিশে বলা হয় পরীক্ষার্থীরা সাদা কাগজে গ্রাফ করতে পারবেন। গ্রাফ করার একটি বিশেষ পদ্ধতি রয়েছে। সাদা কাগজে সাধারণত গ্রাফ করা যায় না। মাধ্যমিকের মত বড় ও গুরুত্বপূর্ণ পরীক্ষায় পর্ষদের তরফ থেকে বলা হচ্ছে সাদা কাগজে গ্রাফ করতে। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এটা কি নিছকই ভুল নাকি গ্রাফ পেপার সরবরাহের কোন নির্দেশই ছিল না আগে থেকে।

   

অন্যদিকে প্রশ্ন উঠছে যদি সাদা কাগজে গ্রাফ করতে না পারে পরীক্ষার্থীরা সেক্ষেত্রে ভুলটি কার? পরীক্ষা চলাকালীন মাধ্যমিকের ঘোষপুকুর সেন্টার সেক্রেটারি শামসুল আলম জানিয়েছেন, গ্রাফের জন্য আলাদা করে কোন কাগজ আসেনি তাদের স্কুলে। পর্ষদের নির্দেশ অনুযায়ী গ্রাফ করতে বলা হয়েছে সাদা কাগজে। দিনহাটা সোনি দেবী জৈন হাই স্কুলের প্রাক্তন শিক্ষক অমর চক্রবর্তী বলেছেন, আগে গ্রাফ পেপার সরবরাহ করা হত পর্ষদ থেকে।

madhymik exam

তিনি আরোও বলেন, পরীক্ষার্থীরা সেটি আসল উত্তরপত্রের সাথে যুক্ত করে দিত। কিন্তু এখন যদি নিয়ম বদলে যায় সে কথা আলাদা। পড়ুয়ারা কিভাবে সাদা কাগজে গ্রাফ করবে জানিনা। এ প্রসঙ্গে রাঙ্গা পানি হাই স্কুলের শিক্ষকরা জানিয়েছেন, দেওয়া হয়নি গ্রাফের কাগজ। পরে শিক্ষকরাই গ্রাফ করতে বলেছিলেন সাদা কাগজে। একই মন্তব্য অন্যান্য কয়েকটি স্কুলের শিক্ষকদের।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর