এবার ট্রেন, বাস এবং ফ্লাইটের টিকিট বুকিংয়ে মিলছে দুর্দান্ত ছাড়! এই তারিখের আগেই নিয়ে নিন ফায়দা

বাংলা হান্ট ডেস্ক: আর মাত্র কয়েকদিন পর দেশজুড়ে মহাসমারোহে পালিত হতে চলেছে ভারতের ৭৬ তম স্বাধীনতা দিবস (Independence Day)। এই সময়ে আপনি যদি কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন কিংবা দূরে কোথাও আপনার সফর করার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আপনার জন্য রয়েছে একটি বড়সড় সুখবর। বর্তমান প্ৰতিবেদনে আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

মূলত, এই সময়ে আপনি টিকিট বুকিংয়ের ক্ষেত্রে দুর্দান্ত ছাড় পেয়ে যাবেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, বাস, ট্রেন বা ফ্লাইটের টিকিট বুকিং, প্ৰতিটি ক্ষেত্রেই এই ছাড় পাওয়া যাবে। যার ফলে প্রত্যক্ষভাবে লাভবান হবেন যাত্রীরা। আসলে, স্বাধীনতা দিবসের প্রাক্কালে Paytm-এ এখন চলছে Freedom Travel Carnival। এটি চলবে আগামী ১০ অগাস্ট পর্যন্ত। অর্থাৎ, তার মধ্যেই আপনাকে বুক করে ফেলতে হবে টিকিট।

ফ্লাইটের টিকিট বুকিংয়ের ক্ষেত্রে ডিসকাউন্ট: Paytm অ্যাপে লিস্টেড ব্যানার অনুসারে জানা গিয়েছে যে, ফ্লাইটের টিকিট বুকিংয়ের ক্ষেত্রে ১৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। এই অফার শুধুমাত্র ডোমেস্টিক ফ্লাইটের ক্ষেত্রে প্রযোজ্য। অপরদিকে, আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে। যার জন্য RBL ব্যাঙ্ক এবং ICICI ব্যাঙ্ক ব্যবহার করতে হবে। শুধু তাই নয়, Paytm Wallet এবং Paytm Postpaid ব্যবহারের মাধ্যমে ডোমেস্টিক ফ্লাইট বুকিংয়ের ক্ষেত্রে ১২ শতাংশ ছাড় পাওয়া যাবে।

এছাড়াও, Paytm স্টুডেন্ট থেকে শুরু করে সিনিয়ার সিটিজেন এবং Armed Forces Personnel-এর জন্য স্পেশাল ফেয়ারের প্রস্তাব করছে। এই কারণে, ইউজার্সদের জন্য ফ্লাইট টিকিট বুকিংয়ের ক্ষেত্রের Zero Convenience ফিস উপলব্ধ করা হয়েছে। যা আরও সেভিং করতে সাহায্য করবে।

বাসের টিকিটে ছাড়: এদিকে, Paytm বাসের টিকিট বুকিংয়ের ক্ষেত্রে ২৫ শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিচ্ছে। এর জন্য ব্যবহারকারীদের CRAZYSALE কোড ব্যবহার করতে হবে। তবে, নির্বাচিত অপারেটরগুলির ক্ষেত্রে ২০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে।

ট্রেনের টিকিটে ছাড়: এবারে আসি ট্রেনের টিকিট বুকিংয়ের প্রসঙ্গে। যাঁরা ট্রেনে ভ্রমণ করেন তাঁরা Paytm UPI-এর মাধ্যমে টিকিট বুক করলে তাঁদের জন্য জিরো চার্জ লাগবে। Paytm অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই ট্রেনের টিকিট বুকিং, PNR স্ট্যাটাস, ট্রেনের রিয়ার টাইম লোকেশন ইত্যাদি ট্র্যাক করতে পারবেন।

Great discounts on train, bus and flight ticket bookings

Cancellation-এর জন্য কোনো চার্জ লাগবে না: জানিয়ে রাখি যে, Paytm এবার Free Cancellation পলিসি চালু করেছে। যা ফ্লাইট, বাস এবং ট্রেনের টিকিট বুকিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ইউজার্সরা এর মাধ্যমে টিকিট বাতিলের ক্ষেত্রে ১০০ শতাংশ টাকা ফেরত পেতে পারবেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর