IRCTC-তে টিকিট কাটার নিয়মে ব্যাপক উন্নতি, সুখবর শোনালেন খোদ রেলমন্ত্রী

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে অনেকেই IRCTC (Indian Railway Catering and Tourism Corporation)-র মাধ্যমে খুব সহজেই ট্রেনের টিকিট কেটে নিতে পারেন। প্রতিদিন হাজার হাজার মানুষ ট্রেনের টিকিট কাটার জন্য এই মাধ্যমকেই বেছে নেন। তবে, এবার IRCTC-র প্রসঙ্গে একটি বড়সড় তথ্য সামনে আনলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)।

এই প্রসঙ্গে গত শুক্রবার রেলমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন যে, আগামী প্রজন্মের ই-টিকেটিং প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেমের পুরো সিস্টেমকে আরও উন্নত করার চেষ্টা করা হচ্ছে। যার জেরে আরও সুবিধা হবে যাত্রীদের। পাশাপাশি সুষ্ঠুভাবে পরিষেবাও মিলবে। বর্তমানে প্রতি মিনিটে ২৫,০০০ টিকিট ইস্যু করা যায়। যদিও, এবার প্রতি মিনিটে ২.২৫ লক্ষ টিকিট ইস্যু করার টার্গেট ঠিক করা হয়েছে। এমন পরিস্থিতিতে, চলতি বছরের সেপ্টেম্বর মাস থেকেই এই বদল আসতে চলেছে।

তবে এখানেই শেষ নয়, বর্তমানে প্রতি মিনিটে ৪ লক্ষ এনকোয়ারির জবাব দেওয়া হয়। এই সংখ্যাও এবার বৃদ্ধি করা হবে। জানা গিয়েছে, এবার প্রতি মিনিটে ৪০ লক্ষ এনকোয়ারির জবাব দেওয়া যাবে। পাশাপাশি, সামগ্রিকভাবে রেলের পরিষেবাকেও ঢেলে সাজানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। যার মধ্যে থাকছে নতুন রেলপথ নির্মাণ এবং যাত্রী স্বাচ্ছন্দের বিষয়টিও।

এই প্রসঙ্গে মন্ত্রী জানিয়েছেন, ২,০০০ রেল স্টেশনে জন সুবিধা কেন্দ্র গড়ে তোলার পদক্ষেপ গ্ৰহণ করা হয়েছে। যেখানে নিত্যপ্রয়োজনীয় জিনিস উপলব্ধ থাকবে। যার ফলে কোনো যাত্রী ট্রেন থেকে নেমে গন্তব্যে যাওয়ার সময়ে প্রয়োজনীয় জিনিস সেখান থেকেই কিনে নিতে পারবেন। ইতিমধ্যেই ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট স্কিমে এখনও পর্যন্ত ৫৫০ স্টেশনে ৫৯৪ টি আউটলেট খোলা হয়েছে। রেলমন্ত্রীর মতে, এই স্টেশনের সংখ্যা বৃদ্ধি করে ৭৫০ করা হবে। সেগুলিতে দেশীয় জিনিসপত্র বিক্রির পাশাপাশি হস্তশিল্পের সামগ্রীও বিক্রি করা হচ্ছে।

পাশাপাশি রয়েছে বন্দে ভারতের মিনি ভার্সন বন্দে মেট্রো চালু করার পরিকল্পনাও। এছাড়াও, ভারতীয় রেল ২০১৪ সাল থেকে এখনও পর্যন্ত ১০,৪৩৮ টি ফ্লাইওভার আর আন্ডারপাস তৈরি করার পরিকল্পনা গ্রহণ করেছে। যেগুলির মধ্যে ১,০০০ টির নির্মাণ ২০২৪-এ করা হবে বলেও জানানো হয়েছে।

Ashwini Vaishnaw
তৈরি হবে রেলপথ: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই কেন্দ্রীয় রেলমন্ত্রী জানিয়েছেন, ২০২৩-২৪ সালে ৭,০০০ কিমি নতুন রেল লাইন পাতা হবে। ৪,৫০০ কিমি নতুন রেললাইন পাতার ব্যাপারে টার্গেট ঠিক করা হয়েছে বলেও জানা গিয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, ২০২৩ অর্থবর্ষে প্রতিদিন ১২ কিমি রেললাইন পাতার টার্গেট করা হচ্ছে। এদিকে ২০১৪ সালে এই টার্গেট ছিল প্রতিদিন ৪ কিমি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর