পুজোর আগেই শুরু হচ্ছে Great Indian Festival Sale! দেখুন, amazon’এ কোন ব্র্যান্ডে কত ছাড়

বাংলাহান্ট ডেস্ক : The Big Billion Days Sale ২০২৩-এর পেজ ইতিমধ্যেই লাইভ হয়ে গেছে ফ্লিপকার্টে। এরপর ভারতের অন্যতম বৃহত্তম ই-কমার্স সংস্থা অ্যামাজন তাদের অ্যাপে Great Indian Festival Sale 2023 এর পেজ লাইভ করল। এর থেকে পরিষ্কার খুব তাড়াতাড়ি অ্যামাজনে শুরু হতে চলেছে Great Indian Festival Sale।

অফিসিয়াল ভাবে amazon কর্তৃপক্ষ এখনো জানায়নি কবে থেকে শুরু হবে Great Indian Festival Sale। তবে সূত্রের খবর, আগামী মাসের ১০ তারিখ থেকে শুরু হয়ে যাবে অ্যামাজনের এই সেলের মরশুম। ৯ অক্টোবর রাত ১২টা থেকে অ্যামাজন প্রাইম সদস্যরা এই সেলের সুবিধা পেতে শুরু করবেন। কারণ সেল শুরুর ২৪ ঘন্টা আগেই amazon তাদের প্রাইম সদস্যদের এই সুবিধা দিয়ে থাকে।

আরোও পড়ুন : বাইক ট্যাক্সি চালকদের জন্য সুসংবাদ! এবার সহজেই মিলবে কমার্শিয়াল লাইসেন্স, দেখুন খরচ কত

Amazon-এর Great Indian Festival Sale ২০২৩-এর বিস্তারিত এক নজরে দেখে নেওয়া যাক। Amazon-এর Great Indian Festival Sale ২০২৩-এ গ্রাহকরা প্রাথমিকভাবে ডেলিভারি চার্জ ছাড়াই পেয়ে যাবেন তাদের অর্ডার। এছাড়াও থাকবে ক্যাশ অন ডেলিভারি ও ইজি রিটার্নসের মতো সুবিধা। সব মিলিয়ে বলা যায়, দুর্দান্ত লাভ হবে কাস্টমারদের।

আরোও পড়ুন : আর খারাপ হবে না রাস্তা, বাড়বে আয়ু! রাজ্য সরকারের এই উদ্যোগে হবে সমস্যার সমাধান

সুতরাং পুজোর আগেই বড় ধামাকা নিয়ে আসতে চলেছে amazon Great Indian Festival Sale ২০২৩। অ্যামাজন জানিয়েছে, Great Indian Festival Sale ২০২৩ চলাকালীন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা ইনস্ট্যান্ট ১০% ছাড় পাবেন। গ্যাজেটস ৩৬০ জানাচ্ছে amazon Great Indian Festival Sale ২০২৩-এ স্মার্টফোন ও তার আনুষাঙ্গিক পণ্যের উপর ৪০% পর্যন্ত ছাড় দিতে পারে এই ই-কমার্স সংস্থা।

170705 amazon shopping mistakes feature

ল্যাপটপ, স্মার্টফোন, হেডফোন এবং স্মার্ট টিভিতে ৭৫% পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে amazon Great Indian Festival Sale ২০২৩-এ। amazon Great Indian Festival Sale ২০২৩-এ ৫৫ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে ফায়ার টিভি এবং কিন্ডলের মতো অ্যালেক্সা-সক্ষম গ্যাজেটগুলিতে। বিস্তারিত এখনো পর্যন্ত না জানা গেলেও ধারণা করা হচ্ছে আরো বিভিন্ন অফার থাকতে পারে amazon Great Indian Festival Sale ২০২৩-এ।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর