প্রতি মাসে মিলবে বিপুল টাকা! চাকুরিজীবীদের পাশাপাশি পেনশনভোগীদের জন্য এবার এল দুর্দান্ত সুখবর

বাংলা হান্ট ডেস্ক: দেশের (India) জনগণের সামগ্রিক সুবিধার লক্ষ্যে প্রায়শই একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয় সরকারের (Government) তরফে। সেই রেশ বজায় রেখে সম্প্রতি কেন্দ্রীয় সরকারের একটি ঘোষণায় লাভবান হয়েছেন পেনশনভোগীরা। ইতিমধ্যেই ওই ঘোষণার মাধ্যমে অনেকটাই বৃদ্ধি পেয়েছে ডিয়ারনেস রিলিফ অর্থাৎ DR। যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ শতাংশে। অর্থাৎ যে সমস্ত কেন্দ্রীয় পেনশনভোগী পঞ্চম বেতন কমিশনের আওতায় রয়েছেন তাঁরা এর মাধ্যমে লাভবান হবেন। মূলত কেন্দ্রীয় সরকারের তরফে গত বছর অর্থাৎ ২০২৩ সালের ১ জুলাই থেকে এই বৃদ্ধি কার্যকর করা হয়েছে।

জানিয়ে রাখি, ইতিমধ্যেই একটি রিপোর্টের মাধ্যমে জানা যাচ্ছে যে, CPF-এর সুবিধাভোগীদের জন্য মহার্ঘ ত্রাণ বৃদ্ধির বিষয়টি রাষ্ট্রপতি মারফত অনুমোদিত হয়ে এসেছে। নতুন বছরেই এই সুবিধা মিলবে। মূলত, মৃত CPF সুবিধাভোগীদের বিধবা ও নির্ভরশীল সন্তানরা এটির সুবিধা পাবেন।

Great news for pensioners

এদিকে, এই DR বৃদ্ধির বিষয়টি পেনশন বিভাগের সাথে গণনা করবে ব্যাঙ্কগুলি। এই বিষয়টি সম্পর্কে ইতিমধ্যেই CAG-র থেকে পরামর্শ নেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। এমতাবস্থায়, যেসমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী ১৯৬০ থেকে ১৯৮৫ সালের মধ্যে অবসর নিয়েছিলেন তাঁরা এই বৃদ্ধির বিষয়টির মধ্যে অন্তর্ভুক্ত হবেন।

আরও পড়ুন: রিঙ্কুর কেরিয়ারে ফের নয়া চমক! BCCI-এর এই ঘোষণায় বড় দায়িত্ব পেলেন তারকা খেলোয়াড়

প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছরে সরকারি কর্মচারীদের জন্য আরও একটি বড় খবর আসতে পারে। কারণ লোকসভা ভোটের আগেই বাড়তে পারে DA-র পরিমাণ। জানিয়ে রাখি যে, গতবছর ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছিল সরকারি কর্মচারীদের DA। মূলত, বিগত বছরে দুর্গাপুজোর সময়, কেন্দ্রীয় সরকার ৪ শতাংশ বৃদ্ধি করেছিল DA।

আরও পড়ুন: তরতর করে এগোচ্ছে দেশ! হংকং-কে পেছনে ফেলে বিশ্বের চতুর্থ বৃহত্তম শেয়ার বাজারের তকমা পেল ভারত

যার ফলে কর্মচারীদের ভাতার এখন ৪২ শতাংশ থেকে বেড়ে ৪৬ শতাংশ হয়েছে। পাশাপাশি, যদি এই বছর কেন্দ্রীয় কর্মীদের DA ৫০ শতাংশ বাড়ে সেক্ষেত্রে বাড়ি ভাড়ার ভাতাও বৃদ্ধি পাবে। ঠিক এই আবহেই DR বৃদ্ধির বিষয়টি সামনে এসেছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর