আইনি বিষয়ক ছাত্র-ছাত্রীদের জন্য দারুণ সংবাদ, চলছে সরকারের লোক নিয়োগ

বাংলাহান্ট ডেস্কঃ আইনিবিষয় (Legal issues) নিয়ে স্নাতকোত্তর (Postgraduate) ছাত্র-ছাত্রীদের জন্য দারুণ সংবাদ। ছত্তিশগড়ের (Chhattisgarh) পাবলিক সার্ভিস কমিশন (Public Service Commission) অনুশীলন বিচারকের পদের জন্য পদপ্রার্থী লোক নিয়োগ করা হবে। রাজ্য পর্যায়ের এই পরীক্ষা হবে সম্পূর্ণ পরোক্ষা পদ্ধতির মাধ্যমে। আইনি ডিগ্রি যাদের কাছে আছে, তারা এই পরীক্ষায় বসার সুযোগ পাবেন।

841177 exam representational photo

পরীক্ষার নাম সিজিপিএসসি নিয়োগ ২০২০ (CGPSC Recruitment 2021)। পদসংখ্যা রয়েছে মোট ২৩ টি। এই পরীক্ষা দিতে ইচ্ছুক ছাত্র-ছাত্রীরা অনলাইনের (Online) মাধ্যমে আবেদন করতে পারবে। ৪ ঠা মার্চ ২০২০ থেকে ২ রা এপ্রিল ২০২০ এর মধ্যে আবেদন পত্র জমা দিতে হবে। সম্পূর্ণ অনলাইন ব্যবস্থার মাধ্যমে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। আবেদন পত্রে কোন ভুল ভ্রান্তি থাকলে, আবেদন পত্র বাতিল হয়ে যাবে।

ফর্মটি অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে। আবেদনের জন্য তারিখ শুরু হচ্ছে ২০২০ সালের ৪ ঠা মার্চ থেকে। এবং আবেদনের শেষ তারিখ থাকছে ২০২০ সালের ২ রা এপ্রিল পর্যন্ত। পরীক্ষা হবে ১৭ ই মে ২০২০। বিচারকের পদের জন্য এই পরীক্ষা নেওয়া হচ্ছে। পদের সংখ্যা রয়েছে মোট ২৩ টি। শিক্ষাগত যোগ্যতা থাকছে- এই পদের জন্য আবেদনকারী পরীক্ষার্থীকে অবশ্যই একটি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। পদপ্রার্থীদের বয়স হতে হবে সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩৫ বছর।

আবেদনের জন্য যে ওয়েবসাইটি খোলা হয়েছে সেখানেই আবেদন করতে হবে। ওয়েবসাইটটি হল www.psc.cg.gov.in । ৪ ঠা মার্চ থেকে ২ রা এপ্রিলের মধ্যেই আবেদন করতে হবে। তবে পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষা এবং পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তাদের সাক্ষাৎকারের ভিত্তিতেই কিন্তু উক্ত পদের জন্য প্রার্থী বাছাই করা হবে।


Smita Hari

সম্পর্কিত খবর