উৎসবের মরশুমে কর্মহারাদের জন্য দারুণ খবর, ৬০০০ টাকা ভাতা দিচ্ছে রাজ্য সরকার

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ একদিকে করোনা আবহ অন্যদিকে লকডাউন, এই পরিস্থিতিতে কাজ হারিয়ে কর্মহীন বহু মানুষ। আবার পুজোর মুখে বন্ধ রয়েছে অনেকের কারখানাও। এই পরিস্থিতি চারিদিকে উৎসবের ঝলমলে আলো জ্বলে উঠলেও, ঘর অন্ধকার রয়েছে সেইসমস্ত মানুষগুলোর।

সেই সমস্ত মানুষদের জন্যই এবার এক বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। পুজোয় হাসি ফুটবে এবার কর্মহীনদের মুখেও। পুজোর মধ্যেই প্রায় সাড়ে ২৭ হাজার কর্মহীন শ্রমিকের জন্য ৬০০০ টাকার ভাতা আবেদন মঞ্জুর করল নবান্ন। এই অর্থ অক্টোবরের মধ্যেই পৌঁছে যাবে শ্রমিকদের অ্যাকাউন্টে।

তথ্য বলছে, রাজ্যের ১৭৫ টি বন্ধ কারখানার প্রায় সাড়ে ২৭ হাজার শ্রমিক আজকের দিনে কর্মহীন। তাঁরা সকলে তাঁদের ৩ মাসের বকেয়া ভাতার জন্য সরকারের কাছে আবেদন জানান। তদের আবেদন মঞ্জুর করা হয়। এবার মুখ্যমন্ত্রীর নির্দেশেই তাঁদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে ৬০০০ টাকা।

যদিও এই ভাতা দিতে একটু দেরী হয়ে গেলেও, দুর্গাপুজোর পরপরই বা কালী পুজোর আগে শ্রমিকদের কাছে এই অর্থ পৌঁছে যাবে বলে জানা গিয়েছে। অনুদানের অর্থ একটু দেরীতে আসার কারণে দিতে দেরী হচ্ছে বলেও জানা গিয়েছে। এই বিষয়ে শ্রম দফতরের আধিকারিকরা শুক্রবার পুজোর ছুটি শুরুর আগে শ্রমিকদের বকেয়া অর্থ মেটানোর জন্য উদ্যোগ নিয়েছিলেন।

আর তাঁদের আবেদনে মত দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এই প্রকল্পের জন্য মোট ১২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যা ইতিমধ্যেই শ্রমিকদের অ্যাকাউন্টে পাঠানোর কাজ শুরু করে দেওয়া হয়েছে। এবার হাসি ফুটবে তাঁদের মুখেও।

সম্পর্কিত খবর

X