বাংলা হান্ট ডেস্ক: যত দিন এগোচ্ছে ততই বিশ্বজুড়ে বাড়ছে iPhone ব্যবহারকারীর সংখ্যা। ইতিমধ্যেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে লঞ্চ হয়ে গিয়েছে iPhone 14 সিরিজ (iPhone 14 Series)। সংস্থার তরফে আপাতত iPhone 14 এবং iPhone 14 Plus এই দু’টি মডেল লঞ্চ করা হয়েছে। যা নিয়ে গ্রাহকদের মধ্যে আগ্রহ রয়েছে তুঙ্গে। ঠিক এই আবহেই এবার আরও একটি বড় খবর সামনে এসেছে। যা নিঃসন্দেহে ভারতীয় মোবাইলপ্রেমীদের কাছে বিরাট সুখবর!
জানা গিয়েছে, এবার টাটা গ্রুপের হাত ধরে তৈরি হবে iPhone! মূলত, iPhone প্রস্তুতকারীদের ব্রিগেডে যোগ দিতে চলছে দেশের বৃহত্তম শিল্প সংস্থা টাটা গ্রুপ। পাশাপাশি, ইতিমধ্যেই Apple-এর তাইওয়ান-ভিত্তিক সরবরাহকারী উইস্ট্রন কর্পোরেশনের সঙ্গে ভারতে একটি যৌথ উদ্যোগ শুরু করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। খবর অনুযায়ী, এবার উইস্ট্রনের সাথে টাটা গোষ্ঠীও এই প্রযুক্তিগত ক্ষেত্রে প্রবেশ করতে ইচ্ছুক রয়েছে।
চলছে আলোচনা: প্রাপ্ত খবর অনুযায়ী, iPhone উৎপাদনের ক্ষেত্রে চুক্তির কাঠামোর পাশাপাশি, শেয়ারহোল্ডিংয়ের বিষয়গুলি এখনও চূড়ান্ত হয়নি ওই দুই সংস্থার মধ্যে। মূলত, উইস্ট্রনের সঙ্গে টাটার আলোচনা প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে, সবকিছু পরিকল্পনামাফিক এগোলে টাটা গ্রুপ উইস্ট্রন ইন্ডিয়ার সঙ্গে ভারতে iPhone তৈরি করবে। পাশাপাশি, উৎপাদনের ক্ষেত্রে টাটা গোষ্ঠী নতুন অ্যাসেম্বলি প্ল্যান্ট স্থাপন করতে পারে বলেও দাবি করছে কিছু মহল।
প্রসঙ্গত উল্লেখ্য যে, বর্তমানে iphone অ্যাসেম্বল করার কাজ করে তাইওয়ানের কোম্পানি উইস্ট্রন এবং চিন ও ভারতে স্থিত কোম্পানি ফক্সকন টেকনোলজি। এমনিতেই, করোনার মত ভয়াবহ মহামারী এবং সাম্প্রতিক সময়ে আমেরিকার সাথে চলা উত্তেজনার কারণে iPhone তৈরির ক্ষেত্রে চিনের সাথে ক্রমশ দূরত্ব বাড়াচ্ছে Apple। এমতাবস্থায়, চিনের ওপর নির্ভরতা কমানোর জন্যই এখন ভারতের দিকে ঝুঁকছে বিভিন্ন সংস্থা। সর্বোপরি, কোনো ভারতীয় সংস্থা iPhone তৈরি করলে ইলেকট্রনিক্স পণ্য তৈরির ক্ষেত্রে চিনের আধিপত্য বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়বে।
এদিকে, Apple চিনের বাইরে অন্যান্য দেশে (বিশেষত ভারতে) iPhone তৈরি করতে ইচ্ছুক। পাশাপাশি, ভারতে সাপ্লাই চেনের বিষয়টিও শক্তিশালী করতে চায় সংস্থা। এদিকে, টাটা গ্রুপের চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখরন অতীতে জানিয়েছিলেন, বর্তমানে কোম্পানির লক্ষ্য হবে ইলেকট্রনিক্স প্রোডাক্টের উৎপাদন আরও বৃদ্ধি করা। জানিয়ে রাখি যে, উইস্ট্রন ২০১৭ সাল থেকে কর্ণাটকে iPhone অ্যাসেম্বল করার কাজ করছে। এমতাবস্থায়, iPhone উৎপাদনের ক্ষেত্রে টাটা গ্রূপ কবে থেকে হাত লাগাবে সেদিকেই তাকিয়ে রয়েছেন টেকপ্রেমীরা।