আজীবন দিতে হবে না বিদ্যুতের বিল, কেন্দ্রের এই যোজনার আওতায় বাঁচাতে পারবেন লক্ষ লক্ষ টাকা

বাংলা হান্ট ডেস্ক: সাম্প্রতিক সময়ে আমাদের দেশে ভীষণভাবে মুদ্রাস্ফীতির ঘটনা সামনে আসছে। যার ফলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম। এমনকি, বেড়েছে বিদ্যুতের মূল্যও। এমতাবস্থায়, আবার গ্রীষ্মের সময়ে মাত্রাতিরিক্ত হারে ফ্যান-এসি চলার ফলে বিদ্যুতের বিলেও তার প্রভাব পরিলক্ষিত হয়।

স্বাভাবিকভাবেই, এর ফলে সরাসরি টান পড়ছে সাধারণ মানুষের পকেটে। কিন্তু এরই মধ্যে এবার সামনে এসেছে দারুণ একটি সুযোগ! যার ফলে বিদ্যুৎ বিল নিয়ে আপনার আর কোনো চিন্তাই থাকবেনা। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এই প্রতিবেদনটি পুরোটা পড়লে আপনারা নিজেরাই তা বুঝতে পারবেন।

   

সম্প্রতি কেন্দ্র সরকার বিদ্যুৎ গ্রাহকদের জন্য বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবার প্রকল্প চালু করেছে। এই স্কিমের আওতায় গ্রাহকরা বিনামূল্যে বিদ্যুতের সুবিধা নিতে পারবেন। এখন আপনারা নিশ্চয়ই ভাবছেন যে এটা কীভাবে হতে পারে? এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে, সরকারের এই প্রকল্পের অধীনে, আপনাকে আপনার বাড়ির ছাদে সোলার প্যানেল বসাতে হবে এবং সেখান থেকেই আপনি বিনামূল্যে বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন।

এমনকি, এই কাজের জন্য সরকার আপনাকে সাহায্যও করবে। মূলত, আমরা যে স্কিমের কথা বলছি তার নাম হল “সোলার রুফটপ সাবসিডি স্কিম”। এই স্কিমের আওতায় আপনার বাড়ির ছাদে সোলার প্যানেল বসিয়ে খুব সহজেই বিদ্যুতের খরচ প্রায় ৩০ শতাংশ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনতে পারবেন।

এছাড়াও, এই স্কিমের সবচেয়ে ভালো ব্যাপার হল, এর খরচ ৫-৬ বছরের মধ্যেই উঠে আসবে এবং পরবর্তী ১৯-২০ বছরের জন্য আপনি সূর্য থেকে বিনামূল্যে বিদ্যুৎ পেতে সক্ষম হবেন। অর্থাৎ মোট ২৫ বছর যাবৎ বিদ্যুৎ পাওয়া যাবে এখান থেকে।

10 07 2020 solar 20494963

প্রসঙ্গত উল্লেখ্য, এই প্রকল্পের অধীনে, গ্রাহকদের ভর্তুকি দেওয়া হয়। 3KW পর্যন্ত সোলার প্যানেল বসানোর জন্য ৪০ শতাংশ পর্যন্ত ভর্তুকি দেওয়া হয়। এছাড়াও, 3KW-এর পরে 10KW পর্যন্ত প্যানেল বসানোর ক্ষেত্রে ২০ শতাংশ ভর্তুকি দেওয়া হয়। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এর জন্য খুব বেশি জায়গারও প্রয়োজন নেই। 1KW সৌর বিদ্যুতের জন্য বাড়ি বা কারখানার ছাদে সোলার প্যানেল বসানোর ক্ষেত্রে শুধুমাত্র ১০ বর্গমিটার জায়গার প্রয়োজন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর