বাংলাহান্ট ডেস্কঃ ইরানের (iran) দক্ষিণ-পূর্ব প্রান্তে চাবাহার পোর্ট (Chabahar Port) ভারতের (india) কাছে খুবই গুরুত্বপূর্ণ স্থান। এই স্থানের মাধ্যেই ইরান আফগানিস্তান, রাশিয়া, ইউরোপ সহ সম্পূর্ণ মধ্য এশিয়াতে নিজেদের ব্যবসায়ীক সম্পর্ককে আরও জোরদার করতে সক্ষম হচ্ছে ভারত।
আগামী মে মাস থেকেই এই অঞ্চলের মধ্যে দিয়ে ব্যবসায়িক দিককে সম্প্রসারণের কাজে লেগে পড়তে চলেছে ভারত। আর এই বিষয়টাকেই কিছুতেই মেনে নিতে পারছে না পাকিস্তান। একদিকে যেমন ভারতের এই উন্নতি দেখে পাকিস্তান হিংসায় জ্বলে পুড়ে মরছে, তেমনি অন্যদিকে চীন সরকার জিনপিংও সমান চিন্তিত ভারতের এই উদ্যোগ দেখে।
ইরানের সঙ্গে মিলিত ভাবেই চাবাহার বন্দরের নির্মান করেছে ভারত। এই পথ দিয়েই ভারত ইরান এবং আফগানিস্তানের সঙ্গে নতুন করে ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধির কৌশল শুরু করে দিয়েছে। এই পথ তৈরি মধ্যে দিয়েই এই তিন দেশের মধ্যেকার ব্যবসায়িক সম্পর্ক আরও মজবুত হয়ে যাবে।
এই বন্দরের মধ্যে দিয়েই পাকিস্তানের রাস্তা না ব্যবহার করে সহজেই আফগানিস্তানে যেতে পারবে ভারত। সরাসরি যোগাযোগ করতে পারবে আফগানিস্তানের সঙ্গে। করোনা আবহের মধ্যে এই পথ ধরেই ৭৫ হাজার টন গম পাঠিয়ে আফগানিস্তানকে সাহায্য করেছিল ভারত। ১২৩ জাহাজও চলাচল করেছে এই বন্দর থেকে।
তবে এখানেই শেষ নয়, ভবিষ্যতে চাবাহার বন্দরকে নিয়ে অনেক পরিকল্পনা করে রেখেছে ভারত সরকার। এই বন্দরের মাধ্যমে গোটা বিশ্বের সঙ্গে অর্থাৎ আন্তজাতিক স্তরে যোগাযোগ রাখার বিষয়েও এগোচ্ছে ভারত। আর অন্যদিকে ভারতের এই উন্নতি কিছুতেই মেনে নিতে পারছে না চীন পাকিস্তান।