অরুণ জেটলি এক সাধারণ কর্মচারীর মেয়েকে পড়াশোনার জন্য বিদেশে পাঠিয়েছিলেন

বাংলা হান্ট ডেস্কঃ প্রাক্তন অর্থমন্ত্রী তথা বিজেপির প্রবীণ নেতা অরুন জেটলি অনেক নেতার রাজনৈতিক ক্যারিয়ার বানানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন অরুন জেটলি। এমনকি ওনার কর্মচারীদের কাছে উনি মানবতার জলজ্যান্ত দৃষ্টান্ত তৈরি করেছিলেন। অরুন জেটলি নিজের ড্রাইভার আর রাঁধুনি এর সন্তানদের সেখানেই পড়িয়েছেন, যেখানে ওনার নিজের সন্তান পড়ত। অরুন জেটলি নিজের স্টাফের পরিবারদের দেখভাল নিজের পরিবারের মতই করতেন। ওনার কর্মচারীদের সন্তানেরা সেই চাণক্যপুরীর কার্মেল কনভেন্ট স্কুলে পড়ত, যেখানে নিজের সন্তানদের পড়িয়েছিলেন অরুন জেটলি। এছাড়াও কোন কর্মচারীর সন্তান যদি বিদেশে পড়তে চাইত, তাহলে তাকেও সেখানেই পড়াত অরুন জেটলি, যেখানে নিজের সন্তানেরা পড়ত।

images 2019 08 24T133309.629 1

ড্রাইভার জগন আর সহায়ক পদ্ম সমেত প্রায় ১০ জন কর্মচারী জেটলির পরিবারের সাথে বিগত দুই তিন দশক ধরে যুক্ত আছে। এদের মধ্যে তিনজনের সন্তান এখনো বিদেশে পড়ছে। জেটলির পরিবারের খাওয়া-দাওয়া এর বন্দোবস্ত করা জোগেন্দ্র এর দুই মেয়ের মধ্যে একজন লন্ডনে পড়ছে। সংসদে জেটলির ছায়াসঙ্গি গোপাল ভাণ্ডারীর এক ছেলে ডাক্তার, আর দ্বিতীয়জন ইঞ্জিনিয়ার। আর এইসব অরুন জেটলির দয়াতেই সম্ভব হয়েছে।

এছাড়া সমস্ত স্টাফের মধ্যে প্রধান ছিল সুরেন্দ্র। তিনি আদালতে প্র্যাকটিসের সময় অরুন জেটলির সাথে ছিলেন। ঘর, অফিস এবং বাকি সমস্ত কাজ এবার হাতেই থাকত। যেসব কর্মচারীদের বাচ্চা এমবিএ এবং অন্যান্য প্রফেশনাল কোর্স করতে চাইত, তাঁদের ফিস থেকে শুরু করে চাকরি পর্যন্ত সমস্ত কিছু অরুন জেটলিই করে দিতেন। ২০০৫ সালে নিজের সহায়ক ওপি শর্মার ছেলে চেতন এর আইন নিয়ে পড়ার সময়, অরুন জেটলি তাঁকে নিজের ৬৬৬৬ নম্বরের গাড়িটি উপহার স্বরুপ দিয়েছিল।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর