ইন্দ্রানী সেন,বাঁকুড়াঃ এভাবেও ভাবা যায়! তা করে দেখালেন বাঁকুড়ার ইন্দাস ব্লক এলাকার নাড়রা ব্লু স্টার ক্লাবের সংগঠকরা।
সবুজ উৎসব’ নামাঙ্কিত অনুষ্ঠানের মধ্য দিয়ে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষের মৃত্যুর পর যাঁরা বছরের পর বছর কবর খোঁড়ার কাজ করে চলেছেন, সেই সব প্রান্তিক মানুষদের সন্মাননা জানালেন তারা। বুধবার পবিত্র ঈদ উৎসব উপলক্ষে স্থানীয় স্কুল মাঠ প্রাঙ্গনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রবিউল হোসেন, নীতীশ সেন,স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান, প্রমুখ।
এদিন ঌ দীর্ঘদিন ধরে কবর খোঁড়ার সঙ্গে যুক্ত মানুষ গুলিকে সম্মাননা জানানোর পাশাপাশি সবুজ উৎসবের মঞ্চ থেকেই এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতিদের সন্মাননা জানানো হয়। এমনকি নাড়রা গ্রামের প্রবীণ নাগরিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সন্মাননা জানান আয়োজক ক্লাবের সদস্যরা।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার