‘ও ভালো ক্রিকেটার, কিন্তু…’, WTC ফাইনালের আগে আচমকাই শুভমান গিলকে আক্রমণ গ্রেগ চ্যাপেলের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ তিনি একসময় ভারতীয় দলের (Team India) কোচিংয়ের দায়িত্বে ছিলেন। তার অভিভাবকত্বে এবং রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে বেশ কিছু দ্বিপাক্ষিক সিরিজে ভালোই পারফরম্যান্স করেছিল ভারত। কিন্তু বিশ্বকাপে ‘মেন ইন ব্লুজ’ মুখ থুবড়ে পড়ার পাশাপাশি আরও নানান ক্রিকেটারের সঙ্গে সংঘর্ষের কারণে তিনি ভারতীয় ক্রিকেটপ্রেমীদের নেক নজরে নেই। এহেন গ্রেগ চ্যাপেল (Greg Chappell) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের (WTC Final) আগে বোমা ফাটালেন ভারতীয় দল এবং শুভমান গিলকে (Shubman Gill) নিয়ে।

জুন মাসের ৭ তারিখ থেকে আরম্ভ হবে এই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। এই ফাইনালে রোহিত শর্মার সঙ্গে জুটি বেঁধে ওপেন করবেন শুভমান গিল। এই মুহূর্তে প্রত্যেক ফরম্যাটেই অসাধারণ ছন্দ প্রদর্শন করেছেন এই তরুণ ভারতীয় ওপেনার। তার ব্যাটে ভর করেই জয় আসবে এই ফাইনালে, এমন আশায় বুক বাঁধছেন ক্রিকেটপ্রেমীরা।

এর আগে ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের শেষ টেস্ট ম্যাচে আহমেদাবাদে একটি সাধারণ করেছিলেন গিল। কিন্তু নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিছে এবং ইংল্যান্ডের ওভারের পিচও পরিস্থিতির মধ্যে আকাশ-পাতাল তফাৎ থাকবে।। আর প্রাক্তন ভারতীয় কোচ গ্রেগ চ‍্যাপেল মনে করেন শুভমান গিল এই ফাইনালে সাফল্য পাবেন না।

rohit gill

তিনি মনে করেছেন ইনিংসের শুরুর দিকে যদি অফস্টাম্পের সামান্য বাইরের লাইনে সঠিক লেংথে গিলকে বল করতে পারেন অস্ট্রেলিয়ান পেসাররা তাহলে নিজের উইকেট ছুঁড়ে আসবেন তিনি। ইংল্যান্ডের মাঠে খুব বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই শুভমান গিলের। তিনি জানিয়েছেন যে শুভমানের ব্যাটিংয়ে তিনি এমন কিছু খুঁত খুঁজে পেয়েছেন যেগুলির ওপর অস্ট্রেলিয়া আঘাত করতে পারে।

তবে শুভমান গিলকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে তিনি খেলাটি অস্ট্রেলিয়ার থেকে দূরে নিয়ে যেতে পারেন এমনটাও মনে করেন চ্যাপেল। প্রসঙ্গত কিছুদিন আগেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সেরেছে সফল হওয়ার পর ওডিআই সিরিজে ব্যাট হাতে মিচেল স্টার্কের সামনে রীতিমতো অস্বস্তিতে দেখা গিয়েছিল গিলকে। এই ফাইনালে তেমনটা যেন না হয় এটাই আশা থাকবে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর