জম্মু কাশ্মীরে সেনার উপর হামলা জঙ্গিদের! আহত তিন জওয়ান

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ জম্মু কাশ্মীরের গান্দরবলে জঙ্গিরা সেনাকে নিশানা করে গ্রেনেড হামলা করে। এই হামলায় তিন জওয়ান আহত হন। আহত জওয়ানদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এর সাথে সাথে জঙ্গিদের ধরার জন্য তল্লাশি অভিযান চালানো হচ্ছে। গোটা এলাকা ঘিরে ফেলেছে সেনা।

জানিয়ে দিই, জঙ্গিরা CRPF এর ১১৫ তম ব্যাটেলিয়নকে নিশানা করে এই হামলা করে। হামলায় তিন জন জওয়ান আহত হয়েছে। স্বস্তির খবর হল, জওয়ানদের খুব একটা বেশি চোট লাগেনি। গান্দরবলের এসএসপি খলিল পোসবাল নিজেই জানান যে জওয়ানদের খুব কম চোট লেগেছে।

সম্পর্কিত খবর

X