বাংলাহান্ট ডেস্কঃ টানা বৃষ্টিতে জলমগ্ন গোটা এলাকা। যে রাস্তা দিয়ে আগে গাড়ি চলত, এখান সেখানেই নৌকা চালাচ্ছেন এলাকবাসীরা। কিন্তু এরই মধ্যে রবিবার বিয়ের দিন আগে থাকতেই নির্ধারিত হয়ে গিয়েছিল হুগলির (hooghly) খানাকুলের হীরাপুরের বাসিন্দা আমিরুলের। প্রায় ১০ কিলোমিটার দূরে শাবলসিংহপুরে কনের বাড়ি। তাই নৌকা চড়েই বিয়ে করতে গেলেন বর বাবাজি।
প্রাকৃতিক দুর্যোগ তো কি হয়েছে, বিয়ে বাতিল করা যাবে না। এমন ধনুক ভাঙা পন করেই, অল্প কজন বরযাত্রী নিয়েই বেরিয়ে পড়লেন বর। যে রাস্তায় আগে গাডি চলত, টানা বৃষ্টি এবং রূপনারায়ণের বাঁধ ভেঙে সেই রাস্তাতেই এখন নৌকা চলছে। তাতে কুছ পরোয়া নেই। বিয়ের সাজে সেজে, নৌকা করেই পাড়ি দিলেন কনের বাড়ি।
এমনই ঘটনা ঘটেছে হুগলির খানাকুলের হীরাপুরে। আরামবাগ মহকুমা এমনিতেই বৃষ্টির জেরে জলমগ্ন থাকে। তারউপর এবারে আবার রূপনারায়ণের বাঁধ ভেঙে প্লাবিত হয়ে পড়েছে একাধিক এলাকা। যার জেরে সমস্যায় পড়েছেন বহু মানুষ। তবে আগে থাকতেই রবিবার বিয়ের দিন ঠিক করা ছিল খানাকুলের খোন্দকার আমিরুল হকের। কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও বিয়ের তারিখ বদলায়নি কোন পক্ষই। তাই গাড়ির বদলে নৌকা চড়েই যাত্রা করলেন, নতুন জীবনের উদ্দেশ্যে।
এবিষয়ে বর বাবাজি আমিরুল হক জানিয়েছেন, ‘দুমাস আগেই বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু এই সময় টানা বৃষ্টির জেরে ধান্যগড়িতে বাঁধ ভেঙে বাণ চলে আসে। এমনটা হবে ভাবতে পারিনি। তাই অনেক কাটছাঁট করে অল্প লোকজন নিয়ে বিয়ে করতে যাচ্ছি’। জলমগ্ন হওয়ার ফলে যদিও কিছুটা কষ্টের মধ্যে রয়েছে ওই এলাকাবাসী। তাও এই বরের বিয়ের করতে যাওয়ার উৎসাহ দেখে সেই ছবি ক্যামেরা বন্দী করে নিলেন অনেকেই। আর তা স্যোশাল মিডিয়ায় শেয়ার করতেই ভাইরাল ছবি (viral photo) হয়ে যায়।