চশমা ছাড়া কিছুই দেখতে পান না হবু বর! রাগে আসরেই বিয়ে ভেঙে দিলেন কনে

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ দেশ জুড়ে বাড়তে থাকা করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের মাত্রা কিছুটা হলেও কমেছে। তবে এরই মধ্যে চোখ রাঙাচ্ছে করোনার তৃতীয় ঢেউ। তবে দেশের এই পরিস্থিতিতে যে কোন অনুষ্ঠানের ক্ষেত্রেই বেশকিছু বিধি নিষেধ জারি করা হয়েছে। যার মধ্যে বিয়েতেও বলা হয়েছে নির্দিষ্ট সংখ্যাক লোক নিয়ে অনুষ্ঠানের আয়োজন করার জন্য।

এইভাবেই অল্প সংখ্যাক লোক নিয়ে বিয়ের আয়োজন করলেও উত্তরপ্রদেশে (Uttar Pradesh) অরাইয়া জেলা থেকে এক অদ্ভূত ঘটনার খবর সামনে এসেছে। হবু বর চশমা ছাড়া খবরের কাগজ পড়তে না পারার কারণে, মাঝপথে বিয়েই ভেঙে দিলেন কনে। শুধু তাই নয়, বরের পরিবারের নামে থানায় অভিযোগও জানালেন। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

বিষয়টা হল, উত্তরপ্রদেশে অরাইয়া জেলার কোতোয়ালি এলাকার জামালিপুর গ্রামের বাসিন্দা অর্জুন সিংয়ের মেয়ের সঙ্গে দেখাশোনা করেই বিয়ে ঠিক হয় বাঁশি পুলিশ স্টেশনের আচলদা শহরের বাসিন্দা শুভমের সঙ্গে। দুপক্ষের মত থাকায় চলতি মাসের ২০ তারিখেই তাঁদের বিয়ের আয়োজন করা হয়।

প্রস্ততি মত বিয়ের দিন সঠিক সময়েই কনের বাড়িতে উপস্থিত হয় বর এবং বরযাত্রী। পূর্ব পরিকল্পনা অনুযায়ী, ওইদিন বরের হাতে মোটরবাইক এবং কিছু নগদ অর্থও তুলে দেন কনের বাবা। এরপর বিয়ের সময় এগিয়ে আসায়, আসরে নিয়ে যাওয়া হয় বরকে। কিন্তু বিয়ের স্থানে যেতেই, খটকা লাগে কনের। বরের চোখে চশমা দেখে কিছুটা অবাক হয়ে যায় কনে।

সন্দেহবশত বিয়ের আসরেই একটি হিন্দি সংবাদপত্র এনে, চশমা ছাড়াই হবু বর শুভমকে পড়ার জন্য অনুরোধ করেন কনে। কিন্তু শুভম জানান, চশমা ছাড়া কোন কিছুই দেখতে পান না তিনি। আর এই কথা শোনা মাত্র আকাশ থেকে পড়ে কনে। সেই মুহূর্তেই বিয়ে ভেঙে দিয়ে সেখান থেকে উঠে যায়।

এই ঘটনার বিষয়ে কনের বাবা অর্জুন সিং জানিয়েছেন, প্রথমে তিনি ভেবেছিলেন শুভম হয়ত শুধুমাত্র  স্টাইলের জন্যই চশমা পড়েন। কিন্তু তিনি যে চশমা ছাড়া কিছু দেখতে পান না, তা তাঁরা ঘুণাক্ষরেও টের পাননি। যে কারণেই সত্যটা জানার পর তাঁরা বিয়ে ভেঙে দেয়।

সম্পর্কিত খবর

X