বাংলা হান্ট ডেস্ক : এবার স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতির ছায়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পরিবারেই। ‘গ্রুপ সি’ পদে ভুয়ো চাকরি গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝি বৃষ্টি মুখোপাধ্যায়ের। বৃষ্টি মুখোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাই নীহার মুখোপাধ্যায়ের মেয়ে। তাঁর বাড়ি বীরভূমের (Birbhum) কুশুম্বা গ্রামে।
জানা যাচ্ছে, বৃষ্টি বীরভূমের বোলপুর উচ্চ বিদ্যালয়ের ক্লার্ক পদে যোগদান করেছিলেন। যোগদানের বেশ কিছদিন পর সে সেই চাকরির ব্যক্তিগত কারণ দেখিয়ে ইস্তফাও দিয়েছিলেন বলে জানা গিয়েছে। আজ হাইকোর্ট এর নির্দেশে স্কুল সার্ভিস কমিশনের ওযেবসাইটে গ্রুপ সি পদে নিয়োগের যে চাকরি বাতিল করেছে সেই তালিকায় ৬০৮ নম্বরে নাম রয়েছে বৃষ্টি মুখোপাধ্যায়।
প্রসঙ্গত, বীরভূমের রামপুরহাট ১ নং ব্লকের চাকাইপুর গ্রামে রাজ্যের মুখ্যমন্ত্রীর পৈতৃক বাড়ি। তার পাশেই কুসুম্বা গ্রামে রয়েছে তাঁর মামার বাড়ি। সেখানকার ছোটবেলার বহু স্মৃতির কথা নানা সময়ে উঠে এসেছে মুখ্যমন্ত্রীর বক্তব্যে। কুসুম্বা গ্রামে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মামা অনিল মুখোপাধ্যায় ও তাঁর ছেলে নীহার মুখোপাধ্যায়ের পরিবার। নীহারের মেয়ে বৃষ্টি মুখোপাধ্যায়ের বিয়ে হয় রামপুরহাট থানার আয়াস গ্রামে।
বৃষ্টি বর্তমানে কলকাতায় থাকেন। বেশ কিছুদিন আগে বীরভূমের বোলপুর উচ্চ বিদ্যালয়ের ক্লার্ক পদে যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু চাকরি না করে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি সেই চাকরির থেকে ইস্তফাও দিয়ে দেন। হাইকোর্টের রায়ে চাকরি বরখাস্তের তালিকায় নাম রয়েছে মুখ্যমন্ত্রীর ভাইঝির।
এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়য়ের মামাতো ভাই নীহার মুখোপাধ্যায় দাবি করেন, ‘আমার মেয়ে চাকরিতে যোগ দিয়েই ইস্তফা দিয়ে দেয়। একদিন মাত্র চাকরিতে গিয়েছিল। বেতন বাবদ একটা টাকাও নেয়নি। শারীরিক ভাবে আমার মেয়ে অসুস্থ । নিজেই আমাকে বলেছিল যে সে চাকরি করতে পারবে না।’ কীভাবে বৃষ্টি এই চাকরি পান সেই প্রশ্নের উত্তর দেননি নীহারবাবু।