৮ ডিসেম্বর ডেডলাইন! এসএসসি সংক্রান্ত মামলায় কমিশনকে কড়া নির্দেশ হাইকোর্টের

Published on:

Published on:

Calcutta High Court
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ‘আনটেন্টেড’ শিক্ষকদের তালিকা প্রকাশ করার নির্দেশ আগেই দিয়েছিল হাইকোর্ট। এ বার ২০১৬ সালের গ্রুপ-সি, গ্রুপ-ডি ‘আনটেন্টেড’-দের তালিকা প্রকাশের নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহার। বুধবার এসএসসি (SSC) সংক্রান্ত মামলায় হাইকোর্টের (Calcutta High Court) কড়া নির্দেশ নির্দেশ দেন, আগামী ৮ ডিসেম্বরের আগে বিস্তারিত তথ্য-সহ এই গ্রুপ-সি, গ্রুপ-ডি ‘আনটেন্টেড’ অর্থাৎ যাঁরা দাগি নন, তাঁদের তালিকা প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে।

আর কি নির্দেশ হাইকোর্টের | Calcutta High Court

পর্যবেক্ষণে বিচারপতি জানান, যাঁরা যোগ্য প্রার্থী, তাঁরা যেন বয়সের ছাড় পেয়েই নতুন নিয়োগ পরীক্ষায় আবেদনের সুযোগ পান, তা নিশ্চিত করতেই এই তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হচ্ছে। উল্লেখ্য, প্রথমে বলা হয়েছিল ৩ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। সম্প্রতি আবেদনের সময়সীমা বৃদ্ধি করেছে এসএসসি। জানানো হয়েছে, ৮ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।

উল্লেখ্য, শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রুপ সি-তে শূন্যপদের সংখ্যা ২৯৮৯। গ্রুপ ডি-তে শূন্যপদ রয়েছে ৫৪৮৮। এর আগে এসএসসির চাকরি বাতিল করে ২০১৬ সালে যোগ্য প্রার্থীদের বয়সে ছাড় দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। যাতে তাঁরা সকলে আবেদন করতে পারেন, তা নিশ্চিত করতেই এবার তালিকা প্রকাশের নির্দেশ।

এর আগে সোমবার এই সংক্রান্ত মামলায় বিচারপতি অমৃতা সিনহার সাফ নির্দেশ, ‘দাগি’দের পূর্ণ তালিকা প্রকাশ করার জন্য এসএসসিকে নির্দেশ দেয়। আদালতের নির্দেশ ছিল, আউট অফ প্যানেল, র‌্যাঙ্ক জাম্প ও ওএমআর মিস ম্যাচদের বিস্তারিত তথ্য দিয়ে ৭২৯৩ জনের তালিকা প্রকাশ করতে হবে কমিশনকে। পাশাপাশি এসএসসির মামলায় মেয়াদ উত্তীর্ণ প্যানেলে যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের নামের তালিকা তলব করেছিল কলকাতা হাই কোর্ট।

Calcutta High Court

আরও পড়ুন: ৩২ হাজারের চাকরি বহাল থাকতেই বিস্ফোরক তরুণজ্যোতি-কৌস্তব, এবার সুপ্রিম কোর্টে মামলা?

উল্লেখ্য, গ্রুপ-সি পোস্টে শূন্যপদ ২৯৮৯টি। গ্রুপ-ডি-র শূন্যপদের সংখ্যা ৫৪৮৮। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, কোনও ভাবেই যেন ‘অযোগ্য’দের নয়া নিয়োগ পরীক্ষায় বসার সুযোগ না দেওয়া হয়। ইতিমধ্যেই অযোগ্যদের তালিকা প্রকাশ হয়েছে। এ বার ‘যোগ্য’দের বিস্তারিত তালিকা প্রকাশের নির্দেশ হাইকোর্টের।