অ্যাকাউন্টে ১০০ কোটিরও বেশি টাকা জমা পড়ল! রাজ্যের এই সরকারি কর্মীদের জন্য এল ভালো খবর

Published on:

Published on:

government employees(3)

বাংলা হান্ট ডেস্কঃ সোমবার নবান্ন অভিযান ঘিরে উত্তাল ছিল পরিস্থিতি। কেন্দ্রীয় হারে ডিএ সহ একাধিক দাবিতে পথে নেমেছেন সরকারি কর্মীরা। সেই নিয়ে উত্তপ্ত পরিস্থিতি রাজ্যে। এরই মধ্যে রাজ্যের এই সরকারি কর্মীদের (Government Employees) জন্য এল বড় সুখবর। জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গ গ্রুপ ডি কর্মীদের জন্য ভালো খবর এসেছে।

জিপিএফ নিয়ে স্বস্তির খবর

সম্প্রতি রাজ্যের গ্রুপ ডি কর্মীদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড (General Provident Fund) অ্যাকাউন্টে সুদের টাকা জমা দেওয়া সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য এই সুদ দেওয়া হয়েছে। রাজ্য সরকারের পেনশন, প্রভিডেন্ট ফান্ড এবং গ্রুপ ইন্স্যুরেন্স অধিকরণ (DPPG) দ্বারা ২৮শে জুলাই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

সেই বিজ্ঞপ্তি অনুসারে, রাজ্যের ৩৬,৩১২ জন গ্রুপ ডি কর্মচারীর জিপিএফ অ্যাকাউন্টে বার্ষিক সুদ জমা পড়েছে। যার পরিমাণ ₹১০১,৭৬,২৭,২৫৩.০০ (একশো এক কোটি ছিয়াত্তর লক্ষ সাতাশ হাজার দুইশো তিপ্পান্ন টাকা)। সমস্ত গ্রুপ ডি কর্মীদের অ্যাকাউন্টে মিলিয়ে এই অর্থ জমা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য জেনারেল প্রভিডেন্ড ফান্ডে সুদের হার ৭.১% নির্ধারণ করা হয়েছে। তথ্য বলছে এই সুদ জমা মাধ্যমে রাজ্যের মোট ৩৬,৩১২ জন গ্রুপ ডি কর্মচারী উপকৃত হয়েছেন। সংশ্লিষ্ট বিভাগগুলিকে তাদের সিস্টেমে এই সুদের পরিমাণ যাচাই করে নেওয়ার কথা বলেছে রাজ্য।

Government Holiday

আরও পড়ুন: মঙ্গলে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের পাঁচ জেলায়, কলকাতাতেও সতর্কতা! আজকের আবহাওয়ার খবর

আরও বলা হয়েছে, প্রতিটি কর্মীর অ্যাকাউন্টে সঠিক তথ্য প্রতিফলিত হয়েছে কী না সেই বিষয়ে দেখতে বলা হয়েছে। কোনো ক্ষেত্রে কোনো রকম অসঙ্গতি দেখা গেলে সমস্যার যাতে দ্রুত সমাধান হয় সেই লক্ষ্যে DPPG, পশ্চিমবঙ্গ-কে জানানোর নির্দেশ জারি হয়েছে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম (WBIFMS) পোর্টালের মাধ্যমে নিজেদের জিপিএফ অ্যাকাউন্ট স্টেটমেন্ট ডাউনলোড করতে পারেন সরকারি কর্মীরা।