UPSC-তে তাঁর মতো ভুল কেউ না করুক! বাঙালিদের পথ দেখাবে GSI-তে সপ্তম হওয়া জঙ্গলমহলের পার্থ

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ধৈর্য, একাগ্রতা আর অধ্যাবসা মানুষকে সাফল্যের চূড়ায় নিয়ে যায়। এই কথা ফের একবার প্রমাণ করলেন বাংলার এক সন্তান। বাঁকুড়ার জঙ্গলমহলের সারেঙ্গার বাসিন্দা পার্থ করণ GSI পরীক্ষায় সপ্তম স্থান অধিকার করে দিলেন নতুন বার্তা।একাধিকবার চেষ্টা করেও পৌঁছাতে পারেননি সাফল্যের দরজায়। 

তবুও হাল ছাড়েননি তিনি। নিজের জেদ আর অধ্যবসার জোরে লড়ে গেছেন নিজের স্বপ্নের জন্য। দীর্ঘ চেষ্টার পর এসেছে কাঙ্খিত সাফল্য। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ( UPSC) জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পরীক্ষায় (Geological Survey of India Examination) একেবারে সপ্তম স্থান অধিকার করেছেন বাঁকুড়ার বাসিন্দা পার্থ।

আরোও পড়ুন : হাড় কাঁপানো ঠান্ডা থেকে কবে মিলবে মুক্তি? দিনক্ষণ জানিয়ে দিল IMD

পার্থর এই সাফল্যে এখন জঙ্গলমহল জুড়ে খুশির হাওয়া। পার্থ ছোটবেলা থেকেই মেধাবী স্টুডেন্ট। পার্থর বাবার একজন অবসরপ্রাপ্ত শিক্ষক ও তাঁর মা গৃহবধূ। সারেঙ্গা মহাত্মাজী স্মৃতি বিদ্যাপীঠ থেকে ২০০৯ সালে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হন পার্থ। এরপর পদার্থবিদ্যায় অনার্স নিয়ে ভর্তি হন কলকাতার স্কটিশ চার্চ কলেজে।

আরোও পড়ুন : ট্রেন লেট হলে আর চিন্তা নেই! হাতে চলে আসবে টিকিটের টাকা, নয়া নিয়ম নিয়ে বড় ঘোষণা রেলের

পদার্থবিদ্যায় স্নাতক হওয়ার পর পার্থ আইআইটি গৌহাটি থেকে মাস্টার্স করেন। তারপর তিনি দিল্লি পাড়ি জমান ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার কোচিংয়ের জন্য। সেই সময় পার্থ সিভিল সার্ভিস পরীক্ষায় চারবার চেষ্টা করেন। একবারও মেলেনি সাফল্য। তবুও হাল ছাড়েননি তিনি।

img 20240119 122833

এরপর পার্থ বিষয় পরিবর্তন করে প্রস্তুতি নিতে শুরু করেন জিওলজিক্যাল সার্ভে অফ ইণ্ডিয়ার পরীক্ষার জন্য। একবার ইন্টারভিউ রাউন্ড পর্যন্ত গিয়ে ফিরে আসতে হয় তাঁকে। তবে বারংবার চেষ্টাতে এবার তিনি অর্জন করলেন সপ্তম স্থান। পার্থ জানাচ্ছেন তিনি এই ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যে কোনও কাউকে সাহায্য করার জন্য প্রস্তুত আছেন। পার্থ চান না তিনি যে ভুলটা করেছেন সেটা অন্যরা করুক।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X