আর সাতদিন, তারপরেই দাম বেড়ে যাবে একাধিক পণ্যের!

বাংলাহান্ট ডেস্ক : বড় বদল ঘটতে চলেছে পণ্য ও পরিষেবা করের হারে। ভারতের জিএসটি কাউন্সিল বেশ কয়েকটি পণ্যের উপর কর বসানোর সিদ্ধান্ত নিয়েছে। এর সঙ্গেই অন্য অনেক পণ্যের উপর করের হার বাড়ানোরও সিদ্ধান্ত নিয়েছে কাউন্সিল। এর ফলে দেশে মূল্যবৃদ্ধি বাড়তে পারে বলে আশঙ্কা করছে ওয়াকিবহাল মহল। তার জেরেই মাসের শেষে মধ্যবিত্তের পকেটে টান পড়ার সম্ভবনাও দেখা দিতে পারে বলেই জানা যাচ্ছে। সূত্রের খবর নয়া দাম ধার্য হবে আগামী ১৮ জুলাই থেকে।

জানা যাচ্ছে, বাড়তে চলেছে ছাপার, আঁকার ও লেখার কালির দাম। আগে এই পণ্যগুলির উপর জিএসটির হার ছিল ১২%। এবার তা হবে ১৮%। ছুরি, পেনসিল সার্পনার, ব্লেড, চামচের উপর ধার্য জিএসটি হারও ১২ থেকে বেড়ে ১৮ শতাংশ করা হচ্ছে বলেই সূত্রে খবর। জিএসটি ১২ থেকে বেড়ে ১৮ শতাংশ বাড়ানো হলো পাম্প, ডিপ টিউবওয়েলের টার্বাইনের পাম্প, সাবমার্সিবল পাম্প, বাইসাইকেল পাম্পের উপরও। বীজ, ডাল বাছার, পরিষ্কার করার মেশিন, পেষাই কলে ব্যবহার করা মেশিনারির উপর জিএসটির হার ৫ থেকে বাড়িয়ে ১৮ শতাংশ করা হয়েছে। জিসটি ১২ থেকে বেড়ে ১৮ শতাংশ হতে চলেছে এলইডি ল্যাম্প, লাইট, ধাতব সার্কিটের উপর। রাস্তা, ব্রিজ, রেল, মেট্রো, চুল্লির কাজের চুক্তির উপরও এবার ১২ শতাংশের বদলে ১৮ শতাংশ জিএসটি আরোপ করা হবে বলে জানা যাচ্ছে।

চামড়ার সামগ্রী, জুতো, মাটি থেকে তৈরি ইট, সোলার ওয়াটার হিটার আর সিস্টেম, টেট্রা প্যাক, পেট্রোলিয়াম, মিথেনের উপরও জিএসটি হার বাড়িয়ে ১৮ শতাংশ করা হচ্ছে। পালিশ করা ডায়মন্ডের উপর জিএসটি বেড়ে ১.৫ শতাংশ হচ্ছে। জিএসটি কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে, প্যাকেটজাত এবং লেবেল লাগানো খাদ্যের ক্ষেত্রে এবার থেকে পাঁচ শতাংশ জিএসটি ধার্য করা হবে। যার ফলে বাড়তে চলেছে প্যাকেটজাত মধু, দই, লস্যি, বাটারমিল্ক, মাছ, মাংস মাখন, কর্নফ্লেক্সের দাম। এতদিন শুধুমাত্র ব্র্যান্ডেড ময়দা এবং চালে পাঁচ শতাংশ জিএসটি ধার্য করা হয়। এবার থেকে ব্র্যান্ডেড না হলেও প্যাকেটজাত এবং লেবেলিং করা ময়দা এবং চালের উপরও জিএসটি ধার্য করা হবে। তাই বাড়তে চলেছে প্যাকেটজাত এবং লেবেল সাঁটা ময়দা এবং চালের দাম।

জানা যাচ্ছে, চেক ইস্যু করার জন্য ব্যাঙ্কগুলি যে ফি নেয়, তার উপরে ধার্য হতে চলেছে জিএসটি। ১,০০০ টাকা প্রতি দিনের কম রেটের হোটেল রুমের উপর ১২% কর আরোপ করা হবে এবার থেকে। উত্তরপূর্বভারত ও বাগডোগরা থেকে বিমানে যাতায়াতের ক্ষেত্রে জিএসটি ছাড়ের সুবিধা মিলবে বলে জানা যাচ্ছে।

 

Sudipto

সম্পর্কিত খবর