তৃণমূলের বিরোধিতার কারণেই পেট্রোল-ডিজেলে GST লাগু হয় নি! ভবানীপুরে বিস্ফোরক সুকান্ত মজুমদার

বাংলাহান্ট ডেস্কঃ দায়িত্ব হাতে পেয়েই, ফুল ফর্মে রয়েছেন বিজেপির নতুন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের হয়ে প্রচার করলেন ভবানীপুর। সেই প্রচারের মঞ্চ থেকেই পেট্রপণ্যের মূল্যবৃদ্ধির জন্য আক্রমণ করলেন শাসকদলকে।

বিজেপি সরকাররে কারণেই দেশে অগ্নিমূল্য, রান্নার গ্যাস- এমনটাই অভিযোগ করেছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। এদিন তৃণমূল সাংসদের অভিযোগের জবাবে প্রচারের মঞ্চ থেকে সুকান্ত মজুমদার অভিযোগের আঙ্গুল তোলেন তৃণমূলের দিকে। এই বিষয়ে দায়ী করেন খোদ শাসকদলকেই।

Sukanta Majumdar

সুকান্ত মজুমদার বলেন, ‘পেট্রপণ্য জিএসটির আওতায় আসুক, এটা চায় না তৃণমূল সরকার। সেই কারণেই কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধীতা করেছিল সেদিনের বৈঠকে। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে লিখিয়ে আনুন, যে রাজ্য সরকার এই বিষয়কে সমর্থন করছে। পেট্রপণ্য জিএসটির আওতায় আসুক, তাতে রাজী রাজ্য সরকার’।

প্রসঙ্গত, গত ১৭ ই সেপ্টেম্বর জিএসটি (GST) কাউন্সিলের বৈঠকে, পেট্রপণ্যকে জিএসটির আওতায় আনার প্রস্তাব দিয়েছিল কেন্দ্র সরকার। কিন্তু সেই বৈঠকে একদিকে যেমন কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তের বিরোধীতা করেছিল তৃণমূল, তেমনই কিছু বিজেপিশাসিত রাজ্যও আপত্তি জানিয়েছিল। সেই কারণে পেট্রল ও ডিজেল জিএসটির আওতার বাইরেই রাখা হয়। আর এই পদ্ধতির মাধ্যমে জ্বালানির দাম কমার যেটুকু আশার আলো দেখা গিয়েছিল, তাও নিভে যায়।

ad

Smita Hari

সম্পর্কিত খবর