অশান্তি দিয়ে শুরু হল GTA ভোট, মাথা ফাটল নির্দল প্রার্থীর! অভিযোগে বিদ্ধ শাসক দল

বাংলাহান্ট ডেস্ক : রবিবাসরীয় সকালে উপ পৌরনির্বাচনকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল রাজ্যের বিভিন্ন প্রান্ত। সমতল থেকে শুরু করে পাহাড়েও রীতিমতো মারমুখী হয়ে উঠল শাসক দল। আজ প্রায় ১০ বছর পর পাহাড়ে জিটিএ নির্বাচন চলছে। এর পাশাপাশি শিলিগুড়িতে মহকুমা পরিষদের ভোট গ্রহণ পর্ব শুরু হয়ে গিয়েছে। এছাড়াও রাজ্যের ৬টি পৌরসভায় ৬টি ওয়ার্ডের উপনির্বাচন। উত্তর ২৪ পরগনার পানিহাটি ৮ নম্বর, ভাটপাড়া ৩ নম্বর, দক্ষিণ দমদমের ২৯ নম্বর এবং দমদম পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের সকাল থেকেই ভোটদান প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এছাড়াও, পুরুলিয়ার ঝালদা পুরসভার ৮ নম্বর ওয়ার্ড আর চন্দননগরের ১৭ নম্বর ওয়ার্ডেও গণতান্ত্রিক উৎসবে সামিল হয়েছেন নাগরিকরা।

রাজ্যের বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রের সকাল থেকে বিক্ষিপ্তভাবে অশান্তি ছবি সামনে চলে আসছে। ইতিমধ্যেই বেশিরভাগ অশান্তির জন্য শাসকদলের দিকে বারবার আঙুল উঠছে। ভোট গ্রহণ পর্ব শুরু কিছুক্ষণের মধ্যেই হুগলিতে তীব্র গন্ডগোল শুরু হয়। প্রাথমিক অবস্থায় ভোটাররা ভোট গ্রহণ কেন্দ্র মোবাইল নিয়ে ঢুকতে পারবেন না এমন কথা বলা হলে বিরোধী রাজনৈতিক দলগুলো তীব্র প্রতিবাদ জানাতে শুরু করে। এমনকি ভোটগ্রহণপর্ব কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয় চন্দননগর সারদা সদন গার্লস স্কুলে। পরে নির্বাচন আধিকারিকরা এসে স্পষ্টভাবে উল্লেখ করেন, সাধারণ ভোটাররা মোবাইল ফোন সুইচ অফ করে দিলে তারা ভোটগ্রহণ কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। এরপর প্রায় দশমিনিট বন্ধ থাকার পর চন্দননগর পৌরনিগমের ১৭ নম্বর ওয়ার্ডের ভোটগ্রহণ প্রক্রিয়া ফের শুরু হয়। এর পাশাপাশি দমদম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে উপনির্বাচন চলছে। সেই নির্বাচনকে কেন্দ্র করে এখনো পর্যন্ত কোনো অশান্তির খবর প্রকাশ্যে আসে নি।

এদিকে, পাহাড়ের ভোট সকাল সাতটা থেকে শুরু হয়েছে। তারই মধ্যে গরুবাথান ব্লকে শুরু হয়েছে মশুল ধারে বৃষ্টি। বৃষ্টির জেরে ভোটগ্রহণের ক্ষেত্রে ভোটারদের উপস্থিতিতে সমস্যা তৈরী হচ্ছে। অন্যদিকে, পুলিসি প্রহরায় ভোটগ্রহণ শুরু হয়েছে শিলিগুড়িতে। নির্বাচন ঘিরে কোনওরকম অশান্তি যাতে না হয় তার জন্য কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে পাহাড়।

Tomorrow is the first round of elections in Bengal,

সূত্রের খবর সকাল ৭ টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া। চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। এর পাশাপাশি জানা গিয়েছে আগামী ২৯ শে জুন ভোট গণনা হবে। ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে কোন পরিস্থিতিতে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য ইতিমধ্যেই তৎপর হয়ে উঠেছে নির্বাচন কমিশন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর