বাংলা হান্ট ডেস্ক: বাংলা সিরিয়ালের অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন শ্যামোপ্তি মুদলি (Shyamoupti Mudly)। যদিও ছোট পর্দার দর্শকদের কাছে তিনি আজও ‘গুড্ডি’ (Guddi) নামে পরিচিত। স্টার জলসার পর্দায় সম্প্রচারিত এই গুড্ডি (Guddi) ধারাবাহিকের হাত ধরেই বাংলা ছাড়া খ্যাতি পেয়েছিলেন অভিনেত্রী। তবে এই ধারাহিক (Guddi) শেষ হওয়ার পর মাঝে বেশ কিছুদিনের বিরতি নিয়েছিলেন তিনি।
প্রেম করছেন গুড্ডি (Guddi) সিরিয়ালের শ্যামোপ্তি-রণজয়?
অবশেষে বিরতি কাটিয়ে জি বাংলার আসন্ন ধারাবাহিক ‘অমর সঙ্গী’তে টেলি অভিনেতা নীল ভট্টাচার্যের বিপরীতে জুটি বাঁধছেন শ্যামোপ্তি। আগের সিরিয়ালে শ্যামোপ্তির বিপরীতে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেতা রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu)। পর্দার অনুজ গুড্ডি সেই রসায়ন আজও মনে রেখেছেন দর্শক। তাই সিরিয়াল শেষ হওয়ার পরেও তাঁদের জুটির ক্রেজ কমেনি এক ফোঁটাও।
আজও তাই তাঁদের নিয়ে দর্শকমহলে চর্চা লেগেই থাকে। এমনকি মাঝেমধ্যেই কানে আসে পর্দার এই জুটির বাস্তব জীবনের সম্পর্কের কথা। কিছুদিন আগেই লাদাখ দিয়ে একটি ফটোশুট সেরেছিলেন রণজয়-শ্যামোপ্তি। সেখানে তাঁদের ফাটাফাটি রসায়ন দেখে চোখ সরছিল না অনুরাগীদের। এই মুহূর্তে রণজয় অভিনয় করছেন জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’তে।
এই ধারাবাহিকে অনিকেত-শ্যামলীর জুটিও দর্শকদের এখন দারুন পছন্দের। এরই মাঝে এবার একই চ্যানেলে নতুন সিরিয়ালে ফিরছেন গুড্ডি অভিনেত্রী শ্যামোপ্তি। সম্প্রতি সেই সিরিয়ালের প্রচারের জন্যই জি বাংলার জনপ্রিয় গেম শো দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে হাজির হয়েছিলেন নায়িকা। আর সেখানেই এদিন নায়িকার সিক্রেট ফাঁস করলেন সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: কোথায় হারিয়ে গেলেন রুদ্রজিৎ-প্রমিতা! অভিনয় থেকে দূরে কি করছেন এই জুটি?
রণজয়ের সাথে প্রেম নিয়ে এদিন বেশ কায়দা করেই রচনা শ্যামোপ্তিকে সরাসরি বলে ফেলেন, ‘আসল জীবনে কোন গোপনে তোমার মন ভেসেছে, আমরা সবাই জানি’। আর ঠিক তখনই স্ক্রিনে ভেসে ওঠে রণজয়ের মুখ। রচনার কথা শুনেই ততক্ষণে লজ্জায় লাল শ্যামোপ্তি! তবে হাসি চেপে খানিক ঢোঁক গিলে অভিনেত্রী সেইসময় বলেন, ‘আপাতত মন আমার রাজের প্রতি’।
যদিও নায়িকার এই যুক্তি বিশ্বাস করতে নারাজ রচনা, এমনকী নীল ওরফে ‘রাজ’ও। প্রসঙ্গত রণজয়-শ্যামোপ্তির প্রেম চর্চা নতুন নয়। তবে আজ পর্যন্ত প্রকাশ্যে কোনওদিনই তাঁরা নিজেদের সম্পর্ককে বন্ধুত্বের চেয়ে বেশিকিছুর নাম দিতে চাননি।