কোডিং – যারা কম্পিউটার নিয়ে পড়েছেন তাদের জন্য খুব সহজও হলেও দেশের পাঁচটা সাধারণ মানুষের কাছে কোডিং দুর্বোধ্য এবং দুঃসাধ্য। সেই কোডিং করেই মাত্র ছয় বছর বয়সে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এ নাম তুলে নিল সে। বিশ্বের সব থেকে ছোট প্রোগ্রামারের তকমা ছিনিয়ে নিল সে।
ওম তালসানিয়া নামের এই বালকের বাড়ি ভারতের গুজরাত রাজ্যের আহমেদাবাদে। সম্প্রতি মাইক্রোসফ্ট সার্টিফিকেশন পরীক্ষায় সফল হয়েছে সে। যা বিশ্বরেকর্ড, এর আগে এতো ছোট বয়সে কেউ প্রোগ্রামারের তকমা পায় নি।
ওম জানিয়েছে, বাবার কাছেই তার কোডিং এর হাতেখড়ি। মাত্র ২ বছর বয়সেই সে শিখে গিয়েছিল ট্যাবলেট চালাতে।
ওমের ভবিষ্যৎ পরিকল্পনা সফল উদ্যোক্তা হওয়ার। তবে এই মুহুর্তে তা নিয়ে ভাবছে না সে। গরীব দুঃস্থ মানুষদের সাহায্য করতে চায় এই খুদে।