ঘূর্ণিঝড় ‘বায়ুর’ জেরে মানুষের প্রাণ ওষ্ঠাগত গুজরাটে

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই গুজরাটে আছড়ে পড়েছে বায়ুর প্রভাব, শুরু হয়েছে ঝোড়ো হাওয়া, ভারী বর্ষণ ও বজ্রবিদ্যুত্‍পাত। প্রবল বৃষ্টিপাতের জেরে মিলেছে ৬ জনের মৃত্যুর খবর, আহত ২জন।

জানা গেছে প্রবল ঘূর্ণিঝড় বায়ুর প্রভাব আছড়ে পড়েছে সমু্দ্র উপকূলে। গুজরাটে শুরু হয়ে গিয়েছে ঝোড়ো হাওয়া, ভারী বর্ষণ ও বজ্রবিদ্যুত্‍পাত। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরের পর চলতি বছরের এই দ্বিতীয় ঘূর্ণিঝড় ঢুকবে গুজরাট উপকূলের দ্বারকা ও ভীরাভলের মাঝে স্থলভাগে।

এই ঝড়ের সর্বোচ্চ গতিবেগ পৌঁছবে ঘণ্টায় ১৫৫ থেকে ১৬০ কিলোমিটার। কিন্তু সাম্প্রতিক রিপোর্টে IMD-র তরফে জানানো হয়েছে অভিমুখ বদলেছে বায়ু।

89796 a75b3358 7940 4dd8 b23e 793e9eb48c4cসমুদ্রের অভিমুখে এগোলেও ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টি শুরু হয়েছে সমুদ্র উপকূলে।

সম্পর্কিত খবর