বাংলা হান্ট ডেস্ক: গুজরাতে (Gujarat) ফের রাজনৈতিক অস্থিরতার ইঙ্গিত। বিধানসভা ভোটের দুই বছর আগেই মন্ত্রিসভা ঢেলে সাজানোর প্রস্তুতি শুরু করে দিল বিজেপি। বৃহস্পতিবার একযোগে ইস্তফা দিলেন রাজ্যের ১৬ জন মন্ত্রী — ৮ জন পূর্ণমন্ত্রী এবং ৮ জন প্রতিমন্ত্রী। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলের কাছেই তাঁরা ইস্তফাপত্র জমা দিয়েছেন বলে খবর জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। ফলে রাজ্যজুড়ে জল্পনা শুরু হয়েছে, মুখ্যমন্ত্রীর পদ কি এ বার বদলাচ্ছে?
গুজরাতে (Gujarat) মন্ত্রিসভায় রদবদল
তবে বিজেপির অন্দরের খবর, ভূপেন্দ্র পটেল আপাতত নিরাপদ। সূত্রের দাবি, মন্ত্রিসভার আমূল পরিবর্তন হলেও ভূপেন্দ্রই মুখ্যমন্ত্রী থাকছেন। আসন্ন বিধানসভা ভোটের আগে দলীয় ভারসাম্য রক্ষা এবং গোষ্ঠীদ্বন্দ্ব ঠেকাতে এই পদক্ষেপ নিচ্ছে বিজেপি। সম্প্রতি কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য সংগঠনে বড় পরিবর্তন করেছে — ৪ অক্টোবর সি আর পাতিলকে সরিয়ে অনগ্রসর জনগোষ্ঠীর নেতা জগদীশ বিশ্বকর্মাকে রাজ্য সভাপতি করা হয়। রাজনৈতিক মহলের মতে, সংগঠন ও সরকারে একযোগে পরিবর্তনের মাধ্যমে গুজরাতে (Gujarat) নতুন সমীকরণ তৈরি করছে দল।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গান্ধীনগরে (Gujarat) নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান হতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ঘনিষ্ঠ নজরেই চলছে এই গোটা প্রক্রিয়া। তাঁদের রাজ্যে বিজেপির শক্ত ঘাঁটি বজায় রাখতে সবদিক থেকেই দলকে ঝকঝকে চেহারা দিতে চায় নেতৃত্ব।
উল্লেখ্য, গুজরাতে (Gujarat) মুখ্যমন্ত্রী পদে পরিবর্তনের ইতিহাস নতুন নয়। ২০১৪ সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর মুখ্যমন্ত্রী হয়েছিলেন আনন্দীবেন পটেল। কিন্তু ২০১৬ সালে তিনি পদত্যাগ করেন। তারপর দায়িত্ব পান বিজয় রূপাণী, যিনি ২০২১ সালে দলীয় নেতৃত্বের নির্দেশে ইস্তফা দেন। তাঁর জায়গায় আসেন প্রভাবশালী পটেল সম্প্রদায়ের ভূপেন্দ্র পটেল। মন্ত্রিসভার বদল ও নতুন নেতৃত্বের জোরেই ২০২২ সালের নির্বাচনে বিজেপি বিপুল জয়ে ক্ষমতা ধরে রাখে।
আরও পড়ুন:পিছিয়ে পড়ল চিনও! বিশ্বের সবথেকে শক্তিশালী এয়ারফোর্সের তালিকায় তৃতীয় স্থানে ভারত
২০২৭ সালের শেষ দিকে গুজরাতে (Gujarat) ফের ভোট হওয়ার কথা। কিন্তু আগেভাগেই রাজনৈতিক ঘর গোছানো শুরু করেছে বিজেপি। দলের অভ্যন্তরীণ সূত্রে খবর, এ বারের রদবদলে নতুন মুখদের জায়গা দেওয়া হবে, বিশেষ করে তরুণ নেতৃত্বকে। তবে ভূপেন্দ্র পটেলের ভবিষ্যৎ নিয়েও জল্পনা তুঙ্গে। গদি আপাতত নিরাপদ হলেও, এক বছর পর দলীয় নেতৃত্ব নতুন মুখের সন্ধান করবে কি না, তা নিয়েই ঘোর অনিশ্চয়তা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মোদী-শাহ যুগলের রাজ্যে প্রতিবার ভোটের আগে মন্ত্রিসভা পরিবর্তন এখন রীতি হয়ে দাঁড়িয়েছে। এবারের পদক্ষেপও সেই ধারাবাহিকতারই অংশ। তবে এই রদবদল আগামী ভোটে বিজেপির শক্তি বাড়াবে না কমাবে, তা সময়ই বলবে।