বিপাকে বিজেপি নেতা! এক স্ত্রী নির্বাচনে লড়ছেন কংগ্রেসের হয়ে, আরেক স্ত্রী বিজেপির হয়ে

বাংলা হান্ট ডেস্কঃ গুজরাটে হতে চলা পুরসভার নির্বাচনের সমস্ত দল কোমর বেঁধে নেমে পড়েছে। আর এরমধ্যে গুজরাটের পোরবন্দর নগর পালিকার তিন নং ওয়ার্ডের নির্বাচন মজাদার হতে চলেছে। কারণ, সেখানে বিজেপি নেতার দুই স্ত্রী একে অপরের বিরুদ্ধে দাঁড়াচ্ছে।

পোরবন্দরের তিন নং ওয়ার্ডের বিজেপি নেতা তথা প্রাক্তন জেলা পঞ্চায়েত সভাপতি কেশুভাই সিডার দুই স্ত্রী নির্বাচনে একে অপরের বিরুদ্ধে লড়ছেন। এক স্ত্রী ঊষাবেন সীডা বিজেপির প্রার্থী হয়েছেন। আরেক স্ত্রী শান্তাবেন সীডা কংগ্রেসের প্রার্থী হয়েছেন।

Keshubhai Sida Wife BJP
কেশুভাই আর ঊষাবেন

ঊষাবেন পোরবন্দর নগর পালিকার তিন নং ওয়ার্ড থেকে বিজেপির প্রার্থী। শান্তাবেন সীডা সেই ওয়ার্ড থেকেই কংগ্রেসের প্রার্থী হয়েছে। বলে রাখি, বিজেপি নেতা কেশুভাইয়ের দুই স্ত্রী নির্বাচনের ময়দানে এই প্রথম না। এর আগেই ঊষাবেন পঞ্চায়েত সদস্যের নির্বাচনে লড়েছেন। আর শান্তাবেন তহসিল পঞ্চায়েতের সদস্যা ছিলেন।

Porbandar wife2
শান্তিবেন

এখন প্রশ্ন উঠছে যে, বিজেপি নেতা কেশুভাই কোন স্ত্রীকে সমর্থন করছেন? প্রশ্নের জবাবে কেশুভাই বলেন, আমি আমার প্রথম স্ত্রী ঊষাবেনকে সমর্থন করছি।

এই মজাদার লড়াই নিয়ে কেশুভাই বলেন, ‘কংগ্রেস এই ওয়ার্ডে কোনও প্রার্থী পায়নি বলেই আমার স্ত্রীকে টিকিট দিয়েছে।” উল্লেখ্য, কিছুদিন আগে কেশুভাইয়ের দ্বিতীয় স্ত্রী শান্তাবেন কেশুভাইকে হুমকি দেন আর ওনার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

Koushik Dutta

সম্পর্কিত খবর