চলত মানুষ ঠকানোর কাজ, তেল ভরাতে গিয়ে টের পেতেই পেট্রোল পাম্প সিল করলেন মন্ত্রী

বাংলাহান্ট ডেস্কঃ পেট্রোল ও ডিজেলের ক্রমবর্ধমান দামে লাগাম টানতে, কিছুটা ভ্যাট কমিয়েছে কেন্দ্র সরকার। তারপর সেই পথে হেঁটে পেট্রোল ও ডিজেলের দাম কিছুটা করে কমিয়েছে বেশ কিছু রাজ্য। কিন্তু তারপরও হেনস্থার শিকার হচ্ছে সাধারণ মানুষ। যে টাকার তেল ভরতে চাইছেন, তাঁর থেকে অনেক কম মূল্যের জ্বালানি তেল দিয়ে মানুষকে ঠকাচ্ছে কিছু পেট্রোল পাম্পের কর্মীরা।

ঠিক এমন ঘটনাই ঘটল গুজরাট (gujarat) সরকারের পেট্রোকেমিক্যাল মন্ত্রী মুকেশ প্যাটেলের (mukesh patel) সঙ্গে। একজন মন্ত্রী হিসেবে নয়, রাজ্যের একজন সাধারণ নাগরিকের মত করেই সুরাট শহরের জাহাঙ্গীরপুরা এলাকায় অবস্থিত নাইরা কোম্পানির পেট্রোল পাম্পে গাড়িতে তেল ভরতে গিয়েছিলেন মন্ত্রী মুকেশ প্যাটেল। সঙ্গে নিজের কনভয় না নিয়েই, একজন সাধারণ মানুষের মত করেই তেল ভরতে গিয়েছিলেন মন্ত্রী।

petrol diesel price today express photo 1200

মন্ত্রী পেট্রোল পাম্পের কর্মীদের তাঁর গাড়িতে ৪ হাজার টাকারও বেশি ডিজেল ভরে দিতে বলেন। এরপর কর্মীরা যখন মন্ত্রীর গাড়িতে পেট্রোল ভরছিলেন, তখন পাম্পের মিটারে কিছুই স্পষ্ট ভাবে দেখা যাচ্ছিল না। এরকমটা হওয়ায় মন্ত্রী সেখানকার কর্মীদের কাছে এই বিষয়টা জানতে চাইলে, তাঁরা কোন সন্তোষজনক উত্তর দিতে পারে না।

পেট্রোল পাম্পের কর্মীদের ধারণাই ছিল না, তাঁরা কার সঙ্গে এমন দুর্ব্যবহার ব্যবহার করছেন। সেই রাতেই ওই পেট্রোল পাম্পের কেলেঙ্কারির বিষয়ে বিশদে সুরাটের কালেক্টরকে জানান মন্ত্রী মুকেশ প্যাটেল। তারপর সেই রাতেই সেখানে পৌঁছান সরকারী আধিকারিকরা। পেট্রোল পাম্পের ১২ টি নজল চেক করার পর ৬ টি সিল করে দেন আধিকারিকরা।

এবিষয়ে মন্ত্রী জানান, দীপাবলির আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পেট্রোল ও ডিজেলে ভ্যাট কমানোর পর গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলও কিছুটা দাম কমিয়ে দেন পেট্রোল ও ডিজেলে। কিন্তু তারপরও কিছু অসাধু ব্যবসায়ীরা মানুষকে এইভাবে ঠকাচ্ছে।


Avatar
Smita Hari

সম্পর্কিত খবর