অধিনায়কত্ব ছেড়ে নিজেকে ধরে রাখতে পারলেন না কোহলি, সবার সামনেই দিলেন দিলেন এই বড় বয়ান

বাংলা হান্ট ডেস্কঃ ২০০৭ সালের পর এই প্রথমবার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছে টিম ইন্ডিয়া।  সোমবার নামিবিয়ার বিরুদ্ধে জয় দিয়ে ভারত সফর শেষ করেছে ঠিকই কিন্তু এই  জয় তাদের পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে পারেনি নিজেদের প্রথম দুই ম্যাচে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের জেরে বিশ্বকাপের বাইরে চলে গিয়েছে ভারতীয় দল। এমতাবস্থায় নামিবিয়ার বিরুদ্ধে মাঠে নামার আগে কিছু বিষয়ে নিজের আবেগ আর চেপে রাখতে পারেননি কোহলি। টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে নিজের শেষ ম্যাচে নিজের অনুভূতি সকলের সাথে ভাগ করে নিয়েছেন তিনি। একদিকে যেমন তিনি জানিয়েছেন তার জন্য ভারত অধিনায়কের পদ লাভ করা অত্যন্ত সম্মানের ছিল তেমনি আবার তিনি এও জানিয়েছেন যে এবার নিজেকে অনেকটাই চাপ মুক্ত মনে হচ্ছে তার।

ম্যাচ শুরুর আগে সোমবার বিরাট বলেন, “এখন আমি খুব স্বস্তি বোধ করছি। গত ৬ থেকে ৭ বছরে যখনই আমি মাঠে নেমেছি কঠিন ক্রিকেট খেলেছি। যার প্রভাব শরীরে অনেক বেশি পড়ে। টি টোয়েন্টি ক্রিকেটে খুব একটা ফারাক থাকে না। প্রথম দুই ম্যাচে যদি প্রথম দু ওভার আমরা আরও আবেগ দিয়ে খেলতাম, পরিস্থিতি অন্যরকম হতেই  পারত।” বাস্তবিকই একথা ঠিকই যে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম দু তিন ওভারেই মারাত্মক ভাবে পিছিয়ে পড়েছিল টিম ইন্ডিয়া যার মাশুল তাদের দিতে হয়েছে গোটা ম্যাচ জুড়ে। কার্যত একই ঘটনা ঘটেছে নিউজিল্যান্ডের বিরুদ্ধেও।

একই সঙ্গে নিজের অধিনায়কত্ব পর্বে পশে পাওয়া কোচ রবি শাস্ত্রী এবং সাপোর্ট স্টাফদেরও ধন্যবাদ জানিয়েছেন তিনি। তিনি বলেন, সেই সমস্ত মানুষকে ধন্যবাদ, যারা বছরের পর বছর ধরে দুর্দান্ত কাজ করেছেন এবং দলকে এক ছাতার তলায়  ধরে রেখেছেন। দলের মধ্যে সত্যিই একটি দারুন পরিবেশ ছিল। তারা সকলেই আমাদের বৃহত্তর পরিবারের অংশ। প্রসঙ্গত উল্লেখ্য একদিকে যেমন টি টোয়েন্টি বিশ্বকাপের পর অধিনায়ক্ব ছাড়ছেন বিরাট কোহলি তেমনি অন্যদিকে দলের কোচিংয়ের দায়িত্ব থেকে অব্যহতি নিচ্ছে রবি শাস্ত্রীও।

virat rohit

একই সাথে নিজের কথোপোকথনে বিরাট এদিন পরবর্তী অধিনায়ক হিসেবে রোহিতের নামের ইঙ্গিতও দিয়ে গিয়েছেন তিনি স্পষ্টতই জানিয়েছেন গত কয়েকদিন ধরেই রোহিত দলের বিভিন্ন বিষয় নিয়ে দেখা শোনা করছেন। যার অর্থ আগামীদিনে রোহিতের নামের পাশে ‘c’ বর্নটি বসা একপ্রকার নিশ্চিত।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর