গুজরাটে বিজেপির কাছে লজ্জাজনক হারের পর দলীয় নেতাদের কুশপুতুল দাহ করল কংগ্রেসের কর্মীরা

বাংলা হান্ট ডেস্কঃ সুরাট পুরসভার নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ব্যাপক সফলতা অর্জন করেছে। ১২০ টি আসনের মধ্যে বিজেপি ৯৩ টি আসনেই জিতেছে। বিজেপির ব্যাপক প্রদর্শনের উল্টো কংগ্রেস ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। আরেকদিকে, গুজরাটে প্রথমবার প্রার্থী দিয়ে ভালো ফল করেছে আম আদমি পার্টি। অরবিন্দ কেজরীবালের দল সেখানে ২৭ টি আসনে জয়লাভ করেছে। সুরাটে লজ্জাজনক হারের পর কংগ্রেসের কর্মীরা ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করে। তাঁরা জেলা অফিসের বাইরে জেলা সভাপতির কুশপুতুল দাহ করে।

কংগ্রেস কর্মীরা পেট্রোল দিয়ে সুরাট কংগ্রেসের জেলা সভাপতি বাবু রায়কার কুশপুতুল দাহ করে। এছাড়াও কংগ্রেস নেতা কাদির পিরজাদা আর তুষার চৌধুরীর কুশপুতুল দাহ করে কংগ্রেসের কর্মীরা। একদিকে সুরাটে কংগ্রেস মুছে গেল, আরেকদিকে অরবিন্দ কেজরীবালের দল সেখানে অভূতপূর্ব সফলতা অর্জন করল। সুরাটে নতুন বিকল্প হিসেবে উঠে এলো AAP। সুরাটে AAP-এর অভূতপূর্ব প্রদর্শনে দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল আগামী ২৬ তারিখ সেখানে রোড শো করবেন।

এই নির্বাচনে ১২০ টি আসনের মধ্যে বিজেপি ৯৩ আর আম আদমি পার্টি ২৭ টি আসনে জয়লাভ করে। সুরাটে দলের বিশ্রী প্রদর্শনের পর জেলা সভাপতি বাবু রায়কা হারের দায় নিজের কাঁধে নিয়ে পদ থেকে ইস্তফা দেন। বলে রাখি, গতবারের নির্বাচনে কংগ্রেস ৩৬ টি আসন জিতেছিল আর এবার তাঁরা ৩৬ থেকে একেবারে শূন্যতে নেমে পড়েছে।


Baisakhi Dutta

সম্পর্কিত খবর