সারার ভাই অর্জুন টেন্ডুলকার বাদে সবাইকে পেটালেন গিল, মিলাররা! রানের পাহাড়ে গুজরাট

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ আইপিএলে (IPL 2023) অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স (Gujrat Titans) এবং টুর্নামেন্টের সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। আজ টস জিতে মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। যদিও নিজেদের শেষ ম্যাচে রান তাড়া করতে নেমে হারের মুখ দেখতে হয়েছিল রোহিতদের, তাও আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রান তাড়া করার সিদ্ধান্তই নিয়েছেন রোহিত।

আজ বোলিং করতে এসে অর্জুন টেন্ডুলকারের কৃপণ বোলিংয়ে ভর করে শুরুটা ভালো করেছিল মুম্বাই। গত ম্যাচের দুই নায়ক ঋদ্ধিমান সাহা ও হার্দিক পান্ডিয়াকে দ্রুত ফিরিয়ে দিয়েছিলেন অর্জুন ও পীযুষ চাওলা। এরপর বিজয় শঙ্করের উইকেটও নিয়েছিলেন পীযূষ। অর্জুন টেন্ডুলকার পাওয়ার প্লে-তে অত্যন্ত কৃপণ বোলিং করেছিলেন।

কিন্তু প্রাথমিকভাবে শুভমান গিলে আক্রমণ থেকে অন্য কোনও বোলার রক্ষা পাননি। বেশ কিছু দৃষ্টিনন্দন শট খেলেন তিনি। চলতি মরশুমে নিজের তৃতীয় অর্ধশতরানটি সম্পন্ন করে নিয়েছেন আজ গুজরাট টাইটান্স ওপেনার। ৩৪ বলে সাতটি চার এবং একটি ছক্কা সহযোগে ৫৬ রান করে তিনি কুমার কার্তিকেয়র শিকার হন।

বিজয় শঙ্কর আজ দলে জায়গা পেয়েছিলেন সাই সুদর্শনের বদলে। তিনি যদিও বেশি কিছু করতে পারেননি। কিন্তু রানের গতি নাটকীয়ভাবে বৃদ্ধি হয় যখন অভিনব মনোহর এবং ডেভিড মিলার ক্রিজে আসেন। ২১ বলে তিনটি ছক্কা এবং তিনটি চার সহ ৪২ রানের একটি ইনিংস খেলে আউট হন অভিনব মনোহর।

এরপর দলকে ২০০ রানের গন্ডি পার করে দেওয়ার দায়িত্ব ছিল ডেভিড মিলারের ওপর। তাকে যোগ্য সঙ্গ দেন পিঞ্চ হিটার রাহুল তেওয়াটিয়া। মাত্র ৫ বলে ২০ রানের একটি ইনিংস খেলেন তিনি। ২২ বলে দুটি চার এবং চারটি ছক্কা সহযোগে ৪৬ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন দক্ষিণ আফ্রিকান পাওয়ার হিটার মিলার। আজ আর অর্জুন টেন্ডুলকারকে ডেথ ওভারে বল হাতে তুলে দেওয়ার সাহস দেখাননি রোহিত। তিনি ২ ওভারে মাত্র ৯ রান দিয়ে ১ উইকেট পেয়েছিলেন পাওয়ার প্লে-তে। নিজের নির্ধারিত ৪ ওভারে ৩৪ রান দিয়ে ২ উইকেট নিয়ে মুম্বাইয়ের সেরা বোলার পীযুষ চাওলা।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর