গুজরাটের নেটে KKR-এর প্রাক্তন সতীর্থের বোলিং অ্যাকশন নকল করে দেখালেন শুভমান গিল, পারছেন কি চিনতে?

বাংলা হান্ট নিউজ ডেস্ক: গুজরাট টাইটান্সের ওপেনিং ব্যাটার শুভমান গিলকে নেট প্র্যাকটিসের সময় কলকাতা নাইট রাইডার্সের রহস্য স্পিনার সুনীল নারায়নের বোলিং অ্যাকশন অনুকরণ করতে দেখা গেছে। আইপিএল ২০২২ মেগা নিলামের আগে তরুণ ভারতীয় ওপেনিং ব্যাটসম্যান শুভমান গিলকে কলকাতা নাইট রাইডার্স ধরে রাখেনি এবং তাকে নতুন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটান্স নিলামের আগে হার্দিক পান্ডিয়া ও রশিদ খানের সাথে গিলকেও দলে অন্তর্ভুক্ত করে।

৬ ম্যাচে, এখনও পর্যন্ত, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৫ তম সংস্করণে গিল হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট টাইটানসের হয়ে ৩৩.৩৩ গড়ে এবং ১৫০-এর ওপর স্ট্রাইক রেট সহ ২০০ রান করেছেন। এদিকে, গুজরাট টাইটান্সের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে শেয়ার করা একটি ভিডিওতে তরুণ উদ্বোধনী ব্যাটসম্যানকে নেটে তার প্রাক্তন কলকাতা নাইট রাইডার্স সতীর্থ সুনীল নারায়নের বোলিং অ্যাকশন অনুকরণ করতে দেখা গেছে। এইমুহূর্তে নাইট শিবিরে সেরা বোলার এই ক্যারিবিয়ান তারকাই। তার সঙ্গে আগে খেলার দরুন নিজের সতীর্থদের কিছু টিপস দিয়ে সাহায্য করতে পারেন।

দল হিসেবে গুজরাট টাইটান্স সম্পর্কে কথা বললে, তারা এখন পর্যন্ত ৫ টি ম্যাচ জিতে নিজেদের প্রথম টুর্নামেন্টেই অবিশ্বাস্যরকম ভালো পারফরম্যান্স করছে। এই মুহূর্তে তারা ১০ পয়েন্ট নিয়ে আইপিএল ২০২২-এর পয়েন্ট টেবিলের ২ নম্বর স্থানে রয়েছে। গুজরাট টাইটান্সের একমাত্র পরাজয় সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে তাও আবার ৮ উইকেটের ব্যবধানে।

শনিবার, ২৩শে এপ্রিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২২-এর ৩৫ তম ম্যাচে গিল তার প্রাক্তন দল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ডক্টর ডি ওয়াই পাটিল স্পোর্টস অ্যা কাডেমি, নাভি মুম্বাইতে মাঠে নামবেন। কলকাতা নাইট রাইডার্স পরপর ৩টি পরাজয়ের ফলে একটু বেকায়দায় রয়েছে। অপরদিকে দল ফর্মে থাকলেও গিলের ব্যাটে শেষ ৩ ম্যাচে রান নেই। তাই কেকেআর শিবিরের মতো গিলও মরিয়া হয়ে থাকবেন নিজের যোগ্যতা প্রমাণ করতে।


Reetabrata Deb

সম্পর্কিত খবর