ঋদ্ধির কিপিং ও মোহিতের বোলিংয়ে ধাওয়ানদের পাঞ্জাবকে ঘরের মাঠে ১৫৩-তে আটকালো গুজরাট

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ আইপিএলে (IPL 2023) আবার জয়ে ফেরার লক্ষ্য নিয়ে মুখোমুখি হয়েছে দুই প্রতিপক্ষ গুজরাট টাইটান্স (Gujrat Titans) এবং পাঞ্জাব কিংস (Punjab Kings)। দুই দলই নিজেদের শেষ ম্যাচে লজ্জাজনকভাবে হারের মুখ দেখেছে। কিন্তু সেই স্মৃতি ভুলিয়ে আজ ফের একবার নিজেদের ধারাবাহিকতা প্রমাণ করার চ্যালেঞ্জ ছিল দুই দলের ক্রিকেটারদের সামনে। এরই মধ্যে মোহালির আইএস বিন্দ্রা স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিং করে নেওয়ার সিদ্ধান্ত নেয় গুজরাটের অধিনায়ক হার্দিক পান্ডিয়া।

প্রথম ওভারেই ফর্মে থাকা প্রভসিমরন সিং-কে ড্রেসিংরুমে ফেরত পাঠিয়ে পাঞ্জাবকে প্রথম ধাক্কাটি দেন মহম্মদ শামি। এরপর শিখর ধাওয়ানকেও দ্রুত ফিরিয়ে আরো বড় ধাক্কা দেন আয়ারল্যান্ডের ফাস্ট বোলার জশুয়া লিটল। ম্যাথু শর্ট (৩৬) কিছুটা আগ্রাসী ইনিংস খেললেও তিনি বড় স্কোরের দেখা পাননি। ভানুকা রাজাপক্ষও নিজের স্বভাববিরুদ্ধ ভঙ্গিতে ২৬ বলে ২০ রান করে আউট হন আলঝারী জোসেফের বলে।

   

আজ অসাধারণভাবে ডিআরএস ব্যবহার করেছেন গুজরাট টাইটানস উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা। রশিদ খান ও মোহিত শর্মা একটি করে উইকেট পান শুধুমাত্র তার সঠিক কলের জন্য। জিতেশ শর্মা (২৫) এবং স্যাম ক্যারানের (২২) মতো ফর্মে থাকা ক্রিকেটাররাও আজ বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। মাঝের ওভার গুলিতে গুজরাটের বোলিংয়ের বিরুদ্ধে রান তোলাটা যথেষ্ট কঠিন হয়ে দাঁড়িয়েছিল পাঞ্জাব ব্যাটারদের কাছে।

শেষ পর্যন্ত ডেথ ওভারে ব্যাটিং করতে নেমে শাহরুখ খান ৮ বলে ২২ রান করে পাঞ্জাবকে কিছুটা ভদ্রস্থ জায়গায় পৌঁছতে সহায়তা করেন। জশুয়া লিটলের শেষ ওভারে হরপ্রীত ব্রারের চেষ্টায় দেড়শো রানের গন্ডি অতিক্রম করে পাঞ্জাব কিংস। আরো একবার প্রমাণিত হলো টপ অর্ডারে শিক্ষার ধাওয়ান না চললে তারা বেকায়দায় পড়তে বাধ্য।

আজ উইকেটের পেছনে অসাধারণ কিপিং করেছেন ঋদ্ধিমান সাহা। শেষ ওভারে তার তৎপরতায় দুই পাঞ্জাব ক্রিকেটার রান আউট হন এবং পাঞ্জাব ১৫৩ রানেই আটকে যায়। দলের প্রত্যেক বোলার উইকেট পেলেও সবচেয়ে বেশি প্রভাবিত করেছেন মোহিত শর্মা। দীর্ঘদিন পরে আইপিএলের মঞ্চে ফের একবার মাঠে নামার সুযোগ পেয়েছেন নিজের নতুন ফ্র্যাঞ্চাইজির হয়ে। ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ২ টি উইকেট নেন তিনি। মহম্মদ শামি ছাড়া বাকি প্রত্যেক বোলারই কৃপণ বোলিং করেছেন এবং শামি সহ সকলেই তিন একটি করে উইকেট পেয়েছেন।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর