ফের গুজরাটে ভেঙে পড়ল সেতু! ফ্রডের কাজ বলে তুমুল কটাক্ষ অভিষেকের

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল মোদী গড় গুজরাটে (Gujrat) মিনঢোলা (Mindhola River) নদীর উপর ২ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতু হুড়মুড়িয়ে ভেঙে (Bridge Collapses) পড়েছে। যা নিয়ে শুরু রাজনৈতিক তরজা। ইস্যুকে হাতিয়ার করে এবার গুজরাটের বিজেপি (BJP) সরকারকে খোঁচা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। টুইট করে ঝাঁঝালো আক্রমণও শানিয়েছেন নেতা।

প্রসঙ্গত, জানা গিয়েছে গতকাল তাপি জেলার অন্তর্গত এই সেতু হঠাৎ ভেঙে পড়ায় কমপক্ষে ১৫টি গ্রামের মানুষ সমস্যায় পড়তে পারেন। এই সেতুর মাধ্যমেই মায়পুর এবং দেগামা গ্রাম যুক্ত ছিল। গ্রামের মানুষদের থেকে যাতায়াতের মাধ্যম ছিল এই সেতু।

তবে বুধবার তা ভেঙে পড়ায় মহা বিপদে স্থানীয় মানুষজন। এই ঘটনায় কোনও হতাহতের খবর এখনও মেলেনি। এই ইস্যুতেই মোদী সরকারকে খোঁচা দিয়ে ডায়মন্ডহারবারের সাংসদ টুইটারে লিখেছেন, ‘‌ভগবানের কাজ নাকি প্রতারকের কাজ?’‌

gujrat bridge

প্রসঙ্গত, গুজরাটে সেতু ভেঙে পড়ার ঘটনা এই প্রথম নয়। ২০২২ সালে এই গুজরাটে বিধানসভা নির্বাচনের ঠিক আগেই ভেঙে পড়েছিল মৌরবি সেতু। মৃত্যু হয়েছিল প্রচুর মানুষের। যদিও সমস্ত বিপর্যয়ের ধাক্কা কাটিয়ে সেবারেও ক্ষমতায় আসে মোদী সরকার।

তবে সালটা বদলালেও বদলায়নি দুর্নীতি। এবারেও সেই গুজরাটেই ভেঙে পড়ল আরেকটি সেতু। এই নিয়ে বিজেপিকে আক্রমণে কমতি রাখেননি তৃণমূল সেকেন্ড ইন কমান্ড। অন্যদিকে, কোন কারণে এই বিপর্যয় তা এখনও জানা যায়নি। চলছে তদন্ত।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর