গুজরাটের পুরভোটের নির্বাচনের ফলাফল সামনে চলে এসেছে। আর এই ফলাফল সামনে আসার পর একটা বিষয় স্পষ্ট হয়ে গেছে যে গুজরাট বিজেপির গড় এবং কোনো রাজনৈতিক পার্টি এই মুহূর্তে সেখানে বিজেপির ভিত নড়াতে পারবে না। আপাতত গুজরাট বিজেপির দখলেই থাকবে এবং গেরুয়া রাজ কায়েম থাকবে।
গুজরাটে ছয়টি মহানগর আহমেদাবাদ, সুরাট, বদোদরা, জামনগর, ভাবনগর আর রাজকোটে ২১ ফেব্রুয়ারি ভোটিং হয়েছিল। করোনার মহামারীর পর রাজ্যে হওয়া প্রথম নির্বাচনে মাত্র ৪২.২১ শতাংশ ভোট পড়েছিল।
এখন তাজা আপডেট অনুযায়ী ৬ টি মহানগরের মধ্যে ৫ টিতে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। আহমেদাবাদ, বদোদরা, জামনগর, ভাবনগর ও রাজকোটে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। অন্যদিকে সুরাটে আম আদমি পার্টি ভালো ফলাফল করেছে। যার দরুন আম আদমি পার্টি বিজেপির পর দ্বিতীয় স্থান অধিকার করেছে।
AAP wins 27 seats in Surat Municipal Corporation in it’s debut.
🔹AAP : 27
🔸BJP : 93
▪️INC : 0Thank you Gujarat for reposing your faith in Kejriwal’s brand of Honest Politics.
This is just the beginning.#GujaratLocalBodyPolls
— AAP (@AamAadmiParty) February 23, 2021
লক্ষণীয়, আম আদমি পার্টি এবারের নির্বাচনে কংগ্রেস পার্টিকে পেছনে ফেলে দিয়েছে। এই সাফল্যের দরুন অরবিন্দ কেজরিওয়াল সুরাটে রোড শো করবেন এবং গুজরাটের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন।
Gujarat: BJP wins 93 seats, while Aam Aadmi Party bags 27 seats in Surat Municipal Corporation election; Congress draws a blank.
— ANI (@ANI) February 23, 2021
আমেদাবাদে ১৯২ টি অসনে বিজেপি ১৬১, কংগ্রেস ১৫ এবং AIMIM ৭ টি আসনে জয়লাভ করেছে। রাজকোটে ৭২ টি আসনের মধ্যে ৫৬ টিতে বিজেপি জয়লাভ করেছে। সব মিলিয়ে সবকটি আসনেই এগিয়ে রয়েছে গেরুয়া শিবির।
Thank you Gujarat!
Results of municipal elections across the state clearly show the unwavering faith people have towards politics of development and good governance.
Grateful to the people of the state for trusting BJP yet again.
Always an honour to serve Gujarat.
— Narendra Modi (@narendramodi) February 23, 2021
এমন ফলাফল সামনে আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন উন্নয়নের উপর ভরসা রাখার জন্য গুজরাটবাসীকে ধন্যবাদ জানাই। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমেদাবাদে পৌঁছেছেন এবং বড়ো বিজয়যাত্রা বের করার পরিকল্পনা করছেন বলে খবর সামনে আসছে।