আবর্জনায় ভর্তি মহাত্মা গান্ধীর প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়! ময়লা সাফ করলেন স্বয়ং গুজরাটের রাজ্যপাল

বাংলাহান্ট ডেস্ক : মহাত্মা গান্ধীর তৈরী বিশ্ববিদ্যালয় সাফ করতে দেখা গেলো গুজরাটের রাজ্যপালকে। বিশ্ববিদ্যালয়ের চারিদিকে ময়লা থাকায় তিনি এই সিদ্ধান্ত নেন। রবিবার, ১৮ই নভেম্বর ডিডি নিউজের তরফে একটি টুইটে এমন দেখা ছবি গেলো। ছবি পোস্ট করার পাশাপাশি এই টুইটে লেখা হয় যে, “মহাত্মা গান্ধীর নিজের তৈরী বিশ্ববিদ্যালয়ের শোচনীয়। প্রশাসন অপারগ বা রাজীনীতি করতে ব্যস্ত। তাই রাজ্যপাল আচার্যকেই এই দায়িত্ব নিতে হলো।”

জানা গিয়েছে, ১৯২০ সালের ১৮ অক্টোবর গুজরাট বিদ্যাপীঠ প্রতিষ্ঠা করেন স্বয়ং মহাত্মা গান্ধী। আর এই বিশ্ববিদ্যালয়ের খারাপ অবস্থা দেখে তিনি নিজেই কাজে লেগে পড়েন। সম্প্রতি গুজরাটের রাজ্যপাল সস্ত্রীক পৌঁছে যান এই বিশ্ববিদ্যালয়ে। চোখে পড়ে বিশ্ববিদ্যালয়ের চারিদিকে ময়লা ভর্তি। তিনি অবিলম্বে সেখানে সাফাই ও মেরামতির কাজ শুরু করতে আদেশ দেন।

এরপর তিনি নিজেই বিশ্ববিদ্যালয়ের মেরামতির জন্য আমেদাবাদ পৌরসভা থেকে প্রায় ত্রিশ জন সাফাইকর্মী নিয়ে এসে সাফাইয়ের কাজ শুরু করে দেন। এমনকী এতে এএমসির বয়স্ক কর্মীরাও যুক্ত হন। শুক্রবারের পর তিনি শনিবারও সাফাই কাজে যান গুজরাট বিদ্যাপীঠে। গতকাল আচার্য দেবরত নিজের টুইটারেও এই ছবি পোস্ট করেন।

এই পোস্টে তিনি লেখেন যে, গুজরাট বিদ্যাপীঠের দ্বিতীয় দিনের সাফাই অভিযান পালিত হলো। আমেদাবাদ পৌরসভার পক্ষ থেকে দুদিনের মধ্যে প্রায় কুড়িটির বেশী ট্রাকে করে ময়লা পরিষ্কার করা হলো। পরিষ্কার করা জায়গাগুলিতে ফুলের গাছ লাগানো হয়। খুব তাড়াতাড়ি তা খেলার মাঠে পরিণত করা হবে। এই ছবিগুলিতে দেখা গেলো যে, রাজ্যপাল নিজেই ময়লা পরিষ্কার করছেন। এমনকী ফুলের গাছ লাগাতেও দেখা গেলো সেই পোস্টে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর